রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ১০:৫৫

বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ব : তারেক রহমান

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ১৫, ২০২৪ ১১:০০ অপরাহ্ণ

বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ব : তারেক রহমান

ভবিষ্যতে সবাইকে নিয়ে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিবন্ধী নাগরিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেছেন, “প্রতিবন্ধীদের পেছনে রেখে আমরা কখনো এগিয়ে যেতে পারি না, আর এগোতে চাইও না। আমরা সবাই মিলে একসঙ্গে যে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব, সেটি হবে সবার জন্য ফেয়ার, সবার জন্য ইনক্লুসিভ, সবার জন্য বাসযোগ্য এবং সবার জন্য উপভোগ্য।”

শনিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি-আরডিইসি ভবনে আয়োজিত এই মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দেড় শতাধিক প্রতিবন্ধী নাগরিক এই অনুষ্ঠানে অংশ নেন। ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান জানান, ১৬ বছর ধরে দেশে নাগরিক অধিকার ও স্বাধীনতা একে একে কেড়ে নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন প্রতিবন্ধীরাও। তিনি বলেন, “আমরা ক্ষমতায় গেলে প্রতিবন্ধীদের পাশে থেকে তাদের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।”

তারেক রহমান উল্লেখ করেন, প্রতিবন্ধীদের “বিশেষভাবে সক্ষম” নাগরিক হিসেবে দেখা হবে এবং তাদের অধিকার সুরক্ষায় বহুমুখী উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, “সুচিকিৎসা, শিক্ষার সুযোগ, চাকরির সমান অধিকার এবং প্রতিটি স্থাপনা ও যাতায়াতব্যবস্থাকে প্রতিবন্ধীদের জন্য এক্সেসিবল করার ব্যবস্থা করা হবে।”

তিনি আরও জানান, নতুন আইন প্রণয়ন, বরাদ্দকৃত অর্থের সুষ্ঠু বণ্টন এবং বিদ্যমান আইনের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা হবে। “আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলব, যেখানে প্রতিটি নাগরিক সমান ন্যায্যতা ও একটি ফেয়ার শেয়ার পাবেন,” বলেন তারেক রহমান।

তারেক রহমান জানান, বিএনপি সরকার ক্ষমতায় এলে প্রতিবন্ধীদের জন্য পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠা করা হবে, যা তাদের উন্নয়নে সুনির্দিষ্ট কার্যক্রম পরিচালনা করবে। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে প্রতিটি জেলা সদর হাসপাতালে বিশেষায়িত ইউনিট স্থাপন এবং মোবাইল হেলথ ক্লিনিক চালুর পরিকল্পনার কথাও তিনি জানান। গুরুতর প্রতিবন্ধীদের জন্য নিবিড় পরিচর্যা কর্মসূচি প্রণয়ন এবং সহায়ক উপকরণ তৈরির কারখানা স্থাপন করার প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, “আমরা এমন ভোকেশনাল ও টেকনিক্যাল ট্রেনিংয়ের ব্যবস্থা করব, যা তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সহায়ক হবে।”

তারেক রহমান অভিযোগ করেন, ২০০১ সালে বিএনপির সরকার প্রতিবন্ধীদের ভাতা চালু করলেও বর্তমান সরকার এই সুবিধাকে কার্যকরভাবে পরিচালনা করতে ব্যর্থ হয়েছে। তিনি জানান, ভাতার পরিমাণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়ানো হবে। পাশাপাশি “সুবর্ণ নাগরিক কার্ড” ব্যবস্থাকে আরও কার্যকর করে এর আওতায় স্বাস্থ্যবীমা, শিক্ষাবৃত্তি এবং পরিবহন ডিসকাউন্টের মতো সুবিধা দেওয়া হবে।

তারেক রহমান বলেন, “আমাদের লক্ষ্য হলো প্রতিবন্ধীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা, সামাজিক ক্ষমতায়ন এবং মানবিক মর্যাদা নিশ্চিত করা। আমরা সব সময় আপনাদের পাশে আছি এবং থাকব। কারণ আপনাদের প্রতিবন্ধকতা আমাদের সবার প্রতিবন্ধকতা।”

তারেক রহমানের এ বক্তব্যে দেশের প্রতিবন্ধী নাগরিকদের জন্য নতুন আশার আলো তৈরি হয়েছে। সবাই মিলে বৈষম্যহীন একটি সমাজ গঠনের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ