ইমরান খান ও বুশরা বিবির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি) সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুরসহ আরও ৯৩ জনের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ইসলামাবাদে গত সপ্তাহে অনুষ্ঠিত বিক্ষোভে সহিংসতার অভিযোগে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
গত ১৩ নভেম্বর কারাগারে থাকা অবস্থায় ইমরান খান তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থকদের উদ্দেশে ‘চূড়ান্ত ডাক’ দিয়ে ২৪ নভেম্বর দেশব্যাপী বিক্ষোভের আহ্বান জানান। তিনি দলের নির্বাচনী ম্যান্ডেট পুনর্বহাল, আটক নেতাদের মুক্তি এবং ২৬তম সংবিধান সংশোধনী বাতিলের দাবি তোলেন।
ইসলামাবাদের সেই বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। পিটিআইয়ের দাবি অনুযায়ী, সংঘর্ষে ১২ জন সমর্থক নিহত হন এবং শতাধিককে গ্রেফতার করা হয়। ইসলামাবাদ পুলিশ সন্ত্রাসবিরোধী আদালতে ইমরান খান, বুশরা বিবি, আলী আমিন গান্দাপুরসহ আরও ৯৬ জন সন্দেহভাজনের তালিকা জমা দেয়।
বিচারক তাহির আব্বাস সিপরা পুলিশের আবেদনের ভিত্তিতে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলায় পাকিস্তানের দণ্ডবিধি, সন্ত্রাসবিরোধী আইন এবং জনশৃঙ্খলা আইন অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিযোগে বলা হয়, পিটিআই নেতারা পুলিশের ওপর হামলার ষড়যন্ত্র করেন এবং সরকারি কর্মচারীদের কাজে লাগিয়ে সহিংসতায় প্ররোচিত করেন। এতে স্থানীয় এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইমরান খান এর আগেও বিভিন্ন বিক্ষোভ ও সহিংসতার ঘটনায় অভিযুক্ত হয়ে কারাগারে ছিলেন। ২০২৩ সালের সেপ্টেম্বরে থেকে অক্টোবরের মধ্যে তিনি একাধিক বিক্ষোভ সংক্রান্ত মামলায় বিচারিক রিমান্ডে ছিলেন। ২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটে সরকার পতনের পর তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে।