বাংলাদেশের চট্টগ্রাম টেস্টে দাপুটে জয়, সিরিজ ১-১ সমতায়
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে হারার পর স্বাগতিক বাংলাদেশ দ্বিতীয় টেস্টে দাপুটে জয় পেয়েছে। সিলেট টেস্টে ৩ উইকেটে পরাজয়ের পর সিরিজ বাঁচানোর একমাত্র সুযোগ ছিল বাংলাদেশের সামনে, এবং তারা তা কাজে লাগিয়েছে। চট্টগ্রামে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে মেহেদি হাসান মিরাজের অলরাউন্ড নৈপুণ্যে বাংলাদেশ ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে জিতেছে। তবে এই জয়ে খুব বেশি খুশি হতে পারেননি বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
শান্ত বলেন, ‘আমি আসলে খুব বেশি খুশি না। দুই ম্যাচের কথা যদি বলেন, এর থেকে ভালো ক্রিকেট খেলা উচিৎ ছিল। সিরিজটা জেতা উচিৎ ছিল আমাদের। প্রথম ম্যাচে আমরা ভালো খেলিনি। দ্বিতীয় ম্যাচে আমরা কামব্যাক করেছি।’
তবে, শান্ত নিজের দলের কয়েকটি উন্নতি উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘তাইজুল ভাই প্রথম ম্যাচে ভালো বোলিংয়ের পর এই ম্যাচে যেভাবে কামব্যাক করেছেন, তা ভালো লাগছে। ওপেনিং জুটির ভালো পারফরম্যান্স, সাদমানের ১০০, এনামুল হক বিজয়ের ব্যাটিং – এসবই ভালো লেগেছে। সাকিবের ব্যাটিংটাও দারুণ ছিল।’
স্পিন বোলিং কোচ সোহেল ইসলামের প্রশংসাও করেন শান্ত। তিনি বলেন, ‘সোহেল স্যার যেভাবে সবাইকে সাহায্য করছেন, সেটা দারুণ। পজিটিভ ভাইব ছিল এবং দারুণ খেলেছে সবাই।’
চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়ের ২০ উইকেটের ১৮টিই নিয়েছেন বাংলাদেশ স্পিনাররা। শান্ত জানিয়েছেন, তিনি স্পিনারদের নিয়ে চিন্তিত নন, কারণ তারা দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছে।
চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে সাদমান ইসলাম ও মেহেদি হাসান মিরাজের সেঞ্চুরিতে বাংলাদেশ ৪৪৪ রান করেছে, আর জিম্বাবুয়ে ২২৭ রানে অলআউট হয়ে ২১৭ রানের লিড পেয়েছে। দ্বিতীয় ইনিংসে, জিম্বাবুয়ে মাত্র ১১১ রানেই গুটিয়ে যায়। এর মাধ্যমে বাংলাদেশ ইনিংস ও ১০৬ রানে জয় পায় এবং সিরিজ ১-১ সমতায় নিয়ে আসে।