আবারও ফর্মে ফিরলেন শরিফুল ইসলাম
২০২৩ সালে দেশের সেরা বোলারদের একজন ছিলেন শরিফুল ইসলাম। তবে ২০২৪ সাল তার জন্য ভালো কাটেনি, ইনজুরির কারণে ছিটকে পড়েছিলেন বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে। এবার চোট কাটিয়ে ধীরে ধীরে নিজেকে ফিরে পাচ্ছেন এই বাঁহাতি পেসার।
চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা না পেলেও বিপিএলের চলতি আসরে নিজেকে আবারও প্রমাণ করছেন শরিফুল। শুরুতে ছন্দ খুঁজে না পেলেও এখন দুর্দান্ত ফর্মে আছেন তিনি। বৃহস্পতিবার রাতে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৯৬ রানে জয় পেয়েছে তার দল চিটাগাং কিংস। দলের প্লে-অফ নিশ্চিত করার পথে ৩ ওভার ২ বল হাত ঘুরিয়ে মাত্র ৫ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি।
ম্যাচ শেষে তাকে প্রশ্ন করা হয়, এই ফর্মটা যদি একটু আগে আসত, তাহলে কি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পাওয়া যেত? জবাবে শরিফুল বলেন, “জানি না, আফসোস নেই। আল্লাহ হয়তো ভালো কিছুই রেখেছেন কপালে ইনশাআল্লাহ। খারাপ লাগছে না, আলহামদুলিল্লাহ অনেক খুশি। আল্লাহ যা কপালে রেখেছেন, সেটাই হবে।”
বছর দেড়েক আগেও তিনি ছিলেন দলের অন্যতম ভরসা, এখন সেই জায়গা কিছুটা হারিয়েছেন। তবে তিনি হতাশ নন, বরং সব পরিস্থিতিকেই স্বাভাবিকভাবে নিতে চান। তিনি বলেন, “আমি সবসময় মনে করি, সবার জীবনেই ভালো এবং খারাপ সময় আসে। আমি দুই সময়ই উপভোগ করতে চাই। খারাপ সময় এলেও ভেঙে পড়লে আরও কঠিন হয়ে যাবে। তাই মেনে নেওয়ার মানসিকতা রাখতে হয়।”
শরিফুলের অন্যতম শক্তির জায়গা তার ইনসুইং বল। তবে বিপিএলের শুরুর দিকে সেটি ঠিকভাবে করতে পারছিলেন না, যা তাকে কিছুটা হতাশ করেছিল। তবে ধীরে ধীরে নিজেকে ফিরে পাচ্ছেন তিনি। এ বিষয়ে শরিফুল বলেন, “শুরুর দিকে ইনসুইং হচ্ছিল না, একটু ঘাবড়ে গিয়েছিলাম। পরে কোচ ও নাসু ভাই (জাতীয় দলের নির্বাচক) ইতিবাচকভাবে কথা বলেন, আমার ওপর বিশ্বাস রাখেন। বলেছিলেন, যত ম্যাচ খেলব তত ছন্দ ফিরে আসবে। নতুন বলে বেশি বেশি বোলিংয়ের অনুশীলন করছিলাম, এখন আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে।”
ইনজুরির কারণে তার বোলিংয়ের ছন্দ কিছুটা নষ্ট হয়েছিল, সেটি ফিরিয়ে আনতেই বেশি পরিশ্রম করছেন তিনি। শরিফুল বলেন, “ইনজুরির পর এফোর্টটা (শারীরিক প্রচেষ্টা) একটু কম হচ্ছিল। বডি আগে পড়ে যাচ্ছিল, সেটার ওপরই বেশি কাজ করেছি অনুশীলনে।”
চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা না পেলেও বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে আবারও জাতীয় দলে ফেরার বার্তা দিচ্ছেন শরিফুল ইসলাম।