শনিবার, ১৭ই মে, ২০২৫| ভোর ৫:৩৭

ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনায় বড় অগ্রগতির সম্ভাবনা দেখছেন না মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও

প্রতিবেদক
staffreporter
মে ১৬, ২০২৫ ৩:৩৬ অপরাহ্ণ
ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনায় বড় অগ্রগতির সম্ভাবনা দেখছেন না মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও

ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনায় বড় অগ্রগতির সম্ভাবনা দেখছেন না মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও

তুরস্কে অনুষ্ঠিতব্য ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনা থেকে বড় কোনো অগ্রগতি আশা করছেন না যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তাঁর মতে, প্রকৃত অগ্রগতির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরাসরি বৈঠক অপরিহার্য। শুক্রবার (১৬ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তুরস্কের দক্ষিণাঞ্চলে অনুষ্ঠিত ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর রুবিও বলেন, “আমি মনে করি না তুরস্কে এই আলোচনায় কোনো বড় ধরনের অগ্রগতি হবে, যতক্ষণ না ট্রাম্প ও পুতিন মুখোমুখি বসেন।”

অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তার দেশ আলোচনার জন্য একটি প্রতিনিধি দল পাঠাবে ইস্তানবুলে। তবে রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া ভ্লাদিমির মেদিনস্কিকে ঘিরে তিনি অসন্তোষ প্রকাশ করেছেন। জেলেনস্কির মতে, এমন একজন উপদেষ্টার মাধ্যমে শান্তি আলোচনা কাঙ্ক্ষিত ফল দিতে পারবে না। যদিও মেদিনস্কি দাবি করেছেন, তার দলের সদস্যদের প্রয়োজনীয় দক্ষতা ও ক্ষমতা রয়েছে।

এর আগে, মধ্যপ্রাচ্য সফররত ডোনাল্ড ট্রাম্পও জানান, তার ও পুতিনের মুখোমুখি না হওয়া পর্যন্ত ইউক্রেন ইস্যুতে কোনো বাস্তব অগ্রগতি সম্ভব নয়। বিবিসিকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “পুতিন জানেন আমি না থাকলে তিনি এগোবেন না। আমরা মুখোমুখি না হলে কিছুই হবে না—আপনারা সেটা পছন্দ করুন আর না করুন।”

ট্রাম্প আরও বলেন, “এই সংকটের সমাধান আমাদের করতেই হবে, কারণ প্রতিনিয়ত মানুষ প্রাণ হারাচ্ছে।”

তিনি জানান, প্রয়োজন মনে হলে তিনি শুক্রবার ইস্তানবুলের আলোচনায় যোগ দিতে পারেন, তবে পরে ইঙ্গিত দেন—তিনি হয়তো ওয়াশিংটন ফিরে যাবেন।

তুরস্ক, যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধি দলগুলোর মধ্যে বৃহস্পতিবার ইস্তানবুলে ২০২২ সালের পর প্রথমবারের মতো সরাসরি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সন্ধ্যা পর্যন্ত নির্দিষ্ট সময় জানানো হয়নি। বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, আলোচনাটি শুক্রবার অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ