স্টারলিংকের দাম বাংলাদেশে সর্বনিম্ন, শেয়ার করলে খরচ আরও কমবে: প্রধান উপদেষ্টার সহকারী
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, রিজিওনাল মূল্য বিশ্লেষণে দেখা গেছে, বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবার দাম শ্রীলঙ্কা ও থাইল্যান্ডসহ অনেক দেশের তুলনায় কম। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, “একক ব্যক্তি যদি স্টারলিংক সেটআপ বক্স কিনে ব্যবহার করেন, তাহলে খরচ তুলনামূলক বেশি হতে পারে। কিন্তু যেহেতু শেয়ারিংয়ে কোনো সীমাবদ্ধতা নেই, একাধিক ব্যক্তি একসঙ্গে ব্যবহার করলে খরচ অনেকটাই কমে যাবে।”
ফয়েজ তৈয়্যব বলেন, “আজকের দিনটি বাংলাদেশের জন্য ঐতিহাসিক। কারণ, প্রথমবারের মতো দেশে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা চালু হলো। স্টারলিংকের মাধ্যমে গ্রাহকরা আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন, যার কোনো সীমা থাকবে না।”
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বর্তমানে বাংলাদেশে হাজার হাজার মোবাইল টাওয়ার আছে যারা মাত্র ৩০০ এমবিপিএস ব্যান্ডউইডথ ব্যবহার করে ইন্টারনেট সরবরাহ করে। এই ব্যান্ডউইডথ হাজারো গ্রাহকের মধ্যে ভাগ হয়ে যায়, ফলে ইন্টারনেটের গতি ও মানে ঘাটতি দেখা দেয়। কিন্তু স্টারলিংকের একটি মাত্র সেটআপ বক্স ব্যবহার করেই নিরবচ্ছিন্ন এবং দ্রুতগতির ইন্টারনেট পাওয়া সম্ভব হবে।
একজন গ্রামের উদ্যোক্তার উদাহরণ দিয়ে তিনি বলেন, “তিনি ৪৭,০০০ টাকা দিয়ে একটি স্টারলিংক সেটআপ বক্স কিনবেন। এটি ব্যবহার করে তিনি নিজে দ্রুতগতির এবং লো লেটেন্সি ইন্টারনেট সুবিধা পাবেন, যেখানে ডেটা ডাউনলোডের সময়ও অনেক কম লাগবে।”