শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫| দুপুর ১:৩৬

ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু, মৃতের সংখ্যা দাঁড়াল ৭

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ৪, ২০২৫ ৪:২৫ অপরাহ্ণ
ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু, মৃতের সংখ্যা দাঁড়াল ৭

ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু, মৃতের সংখ্যা দাঁড়াল ৭

টঙ্গীর তুরাগ তীরে চলমান বিশ্ব ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে এবারের ইজতেমায় মৃতের সংখ্যা দাঁড়াল সাত জনে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমার গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

নিহত ব্যক্তির নাম আমীর হোসেন (৬৫)। তিনি গোপালগঞ্জের মোকসেদপুর এলাকার বাসিন্দা। জানা গেছে, সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে তিনি ৩১ নম্বর খিত্তায় মারা যান। রাতেই তার মৃত্যুর খবর জানানো হয় এবং পরে মঙ্গলবার ফজরের নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হয়।

ইজতেমা ময়দানে হাজারো ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে জানাজা সম্পন্ন হয়। পরে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ নিয়ে ইজতেমার প্রথম পর্বে একের পর এক মুসল্লির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, মঙ্গলবার ফজরের নামাজের পর থেকেই ইজতেমা ময়দানে শুরু হয়েছে ধর্মীয় বয়ান। দেশের খ্যাতনামা আলেমরা তাবলিগ জামাতের মেহমানদের উদ্দেশে দ্বীনের দাওয়াত ও আমল বিষয়ে আলোচনা করছেন। খিত্তায় খিত্তায় ইবাদত-বন্দেগিতে সময় কাটাচ্ছেন মুসল্লিরা। অনেকে জিকির-আজকারে মশগুল থেকে ইজতেমার প্রতিটি মুহূর্ত সওয়াব অর্জনের কাজে লাগাচ্ছেন। বিদেশ থেকেও অনেক মেহমান এসেছেন, যারা বিশ্ব ইজতেমার এই পবিত্র পরিবেশে নিজেদের আত্মশুদ্ধি ও আল্লাহর ইবাদতে মগ্ন রয়েছেন।

ইজতেমার এই পর্বে অংশ নিয়েছেন দেশের অন্তত ২২ জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা। তারা সবাই ইসলামের দাওয়াতি কার্যক্রম ও দ্বীনী শিক্ষা গ্রহণের লক্ষ্যে এখানে অবস্থান করছেন।

উল্লেখ্য, বুধবার (৫ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শুরায়ে নেজামের অনুসারীদের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ হবে। এরপর আটদিনের বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি শুরু হবে মাওলানা সাদ কান্ধলভী অনুসারীদের ইজতেমা, যা ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি