ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৩৪ জন
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৯৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬১ জন। মৃতদের মধ্যে সর্বশেষ দুজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সোমবার (২৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নতুন ভর্তির মধ্যে বরিশালে ৬১ জন, চট্টগ্রামে ১১৯ জন, ঢাকা বিভাগের বাইরে ২০৭ জন এবং ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে যথাক্রমে ১৮২ এবং ১৩২ জন রয়েছেন। এছাড়া খুলনায় ১২৬ জন, রাজশাহীতে ৪৯ জন, ময়মনসিংহে ৪১ জন, রংপুরে ১৬ জন এবং সিলেটে একজন ভর্তি হয়েছেন।
চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৭ হাজার ৭২৫ জন। আক্রান্তদের মধ্যে ৬৩ দশমিক ২০ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৮০ শতাংশ নারী। এ সময়ে মারা যাওয়া ৪৬১ জনের মধ্যে নারীদের সংখ্যা ৫১ শতাংশ এবং পুরুষদের সংখ্যা ৪৯ শতাংশ।
ডেঙ্গুর প্রকোপ সাধারণত বর্ষাকালে বাড়ে। তবে ২০২৩ সালের জুন থেকে এ রোগ ভয়াবহ রূপ নেয়। গত বছর দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন। এর মধ্যে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল, যা দেশে ডেঙ্গুতে এক বছরে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এডিস মশাবাহিত এই রোগে আক্রান্তদের মধ্যে অধিকাংশ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে ডেঙ্গুর ক্রমবর্ধমান পরিস্থিতি জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ সৃষ্টি করছে।