বুধবার, ২১শে মে, ২০২৫| রাত ৩:০৭

উড্ডয়নের পর ইঞ্জিনে আগুন, জরুরি অবতরণে রক্ষা পেলেন ২৯১ আরোহী

প্রতিবেদক
staffreporter
মে ২০, ২০২৫ ৮:৩৭ অপরাহ্ণ
উড্ডয়নের পর ইঞ্জিনে আগুন, জরুরি অবতরণে রক্ষা পেলেন ২৯১ আরোহী

উড্ডয়নের পর ইঞ্জিনে আগুন, জরুরি অবতরণে রক্ষা পেলেন ২৯১ আরোহী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ইঞ্জিনে আগুন ধরে যায়। তবে পাইলটের তাৎক্ষণিক ও সাহসিকতাপূর্ণ সিদ্ধান্তে প্লেনটি সফলভাবে জরুরি অবতরণ করে। এতে পাঁচটি শিশুসহ বিমানের ২৯১ আরোহী প্রাণে বেঁচে যান।

ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল ৭টার দিকে। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ। জানা যায়, TK713 নম্বর ফ্লাইটটি (এয়ারবাস A330-303) ঢাকা থেকে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে ২৯০ জন যাত্রী নিয়ে যাত্রা করে। উড্ডয়নের মাত্র ১৫ মিনিট পর পাইলট একটি ইঞ্জিনে স্পার্ক দেখতে পান। তখনই তিনি দ্রুত জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। এসময় তিনি আকাশে প্রায় দেড় ঘণ্টা চক্কর দিয়ে জ্বালানি খরচ করেন এবং সকাল সোয়া ৮টার দিকে শাহজালাল বিমানবন্দরে সফলভাবে অবতরণ করেন।

গ্রুপ ক্যাপ্টেন রাগীব সামাদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাটি বার্ড হিটের কারণে ঘটেছে। যাত্রীদের কেউ আহত হয়নি এবং সবাই নিরাপদে রয়েছেন।

তর্কিশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, ইঞ্জিন-২-এ একটি অপ্রত্যাশিত পাখির ধাক্কার কারণে প্লেনটিকে জরুরি অবতরণ করতে হয়। যেহেতু প্লেনটির মেরামতের প্রয়োজন রয়েছে, তাই কিছুটা সময় লাগবে। যাত্রীদের জন্য নিকটবর্তী হোটেলে আরাম ও বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে।

উক্ত বিমানে ১৯ জন বিজনেস শ্রেণির, ২৫৬ জন ইকোনমিক শ্রেণির যাত্রী এবং পাঁচজন শিশু ছিলেন। এছাড়া ১১ জন ছিলেন কেবিন ক্রু ও পাইলটসহ ফ্লাইট ক্রু।

এর আগে গত ১৬ মে কক্সবাজার থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট উড্ডয়নের পর পেছনের একটি চাকা খুলে পড়ে যায়। কিন্তু তখনও পাইলট জামিল বিল্লাহর দক্ষতায় ঢাকায় সফলভাবে বিমানটি অবতরণ করে এবং সব যাত্রী নিরাপদে রক্ষা পান। এ ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রশংসা পান তিনি।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ