চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফে রিয়ালের মুখোমুখি ম্যানসিটি, দলে ফিরলেন রদ্রি
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফে মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপের দুই ফুটবল জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। সাবেক দুই চ্যাম্পিয়নের লড়াইয়ে একটি দলকে বিদায় নিতে হবে। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বড় সুসংবাদ পেয়েছে ম্যানসিটি। চার মাস ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা রদ্রিগো হার্নান্দেজ স্কোয়াডে ফিরেছেন।
গত বছরের সেপ্টেম্বরে এসিএল ইনজুরিতে পড়েছিলেন রদ্রি। তখন ধারণা করা হয়েছিল, পুরো মৌসুমেই আর খেলতে পারবেন না তিনি। তবে আশানুরূপ দ্রুত পুনর্বাসন প্রক্রিয়া শেষে মৌসুমের শেষভাগে তার মাঠে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা আশা করছেন, এপ্রিল নাগাদ রদ্রি সম্পূর্ণ ফিট হয়ে উঠবেন।
তবে রদ্রিকে পুরোপুরি পাওয়া না গেলেও সিটি নতুন কিছু খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করেছে। জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে দলে যোগ দেওয়া ওমর মার্মাউশ, নিকো গঞ্জালেস ও আবদুখোদির খুশানভ-এর মতো নতুন খেলোয়াড়দের নিয়েই রিয়ালের মুখোমুখি হবে তারা।
১২ ফেব্রুয়ারি ইতিহাদ স্টেডিয়ামে হবে চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফের প্রথম লেগ। এরপর ১৯ ফেব্রুয়ারি সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে। নতুন ফরম্যাটের কারণে এবার সরাসরি শেষ ষোলোয় ওঠেনি দুই দলই, তাই প্লে-অফ খেলতে হচ্ছে।
রদ্রিকে দ্রুত মাঠে ফেরানোর বিষয়ে গার্দিওলা কোনো ঝুঁকি নিতে চান না। তবে তার প্রত্যাবর্তন সিটির জন্য বড় স্বস্তির খবর। আগামী ৮ এপ্রিল শুরু হবে কোয়ার্টার ফাইনাল, সেখানে গেলে হয়তো রদ্রিকে পুরোপুরি ম্যাচ ফিট অবস্থায় পাওয়া যাবে। এছাড়া জুনে ক্লাব বিশ্বকাপেও তিনি দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারেন।