বাংলাদেশি নারীর জন্য পাকিস্তানে বিমানের জরুরি অবতরণ
দুবাই থেকে ঢাকাগামী ফ্লাই দুবাইয়ের একটি বিমানে বাংলাদেশি এক নারী যাত্রীর হঠাৎ গুরুতর অসুস্থতার কারণে বিমানটি পাকিস্তানের করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ঘটনাটি ঘটেছে গত ১১ এপ্রিল, শুক্রবার মধ্যরাতে। ফ্লাইট এফজেড ৫০১ মাঝ আকাশে থাকা অবস্থায় ওই নারী অসুস্থ হয়ে পড়লে পাইলট দ্রুত সিদ্ধান্ত নিয়ে বিমানটিকে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে নামান।
পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) জানায়, বিমানটি রাত ৩টা ২০ মিনিটে নিরাপদে অবতরণ করে। অবতরণের পরপরই পিএএ’র একজন স্বাস্থ্য কর্মকর্তা বিমানে উঠে অসুস্থ যাত্রীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। মিস বেগম নামে পরিচিত ওই বাংলাদেশি নারীকে পরে উন্নত চিকিৎসার জন্য করাচির আগা খান বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
যাত্রীকে নামানোর পর ফ্লাই দুবাইয়ের বোয়িং ৭৩৭ বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এর ফলে বিমানটি তাৎক্ষণিকভাবে ঢাকার উদ্দেশে রওনা হতে পারেনি। ফলস্বরূপ, ১৫৯ জন যাত্রী প্রায় ১০ ঘণ্টা করাচি বিমানবন্দরের ট্রানজিট লাউঞ্জে অপেক্ষা করতে বাধ্য হন।
পিএএ’র মুখপাত্র জানান, ভোর ৫টা ১৫ মিনিটে বিমানটির ত্রুটি ধরা পড়ে। সমস্যা সমাধানের জন্য দুবাই থেকে একটি বিশেষ টেকনিক্যাল দল এবং রিপ্লেসমেন্ট ককপিট ক্রু করাচিতে পৌঁছায়। দীর্ঘ প্রক্রিয়ার পর দুপুর ১টা ২১ মিনিটে বিমানটি প্রয়োজনীয় অনুমোদন পেয়ে ঢাকার দিকে যাত্রা শুরু করে।
এ ঘটনায় ফ্লাই দুবাই এবং পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের প্রশংসা করা হলেও, যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রীদের দীর্ঘ অপেক্ষার জন্য কিছু অসন্তোষও প্রকাশ পেয়েছে।
সূত্র: দ্য ডন