সোমবার, ১০ই মার্চ, ২০২৫| রাত ১০:০৪

ওবায়দুল কাদেরের বাড়িতে ছাত্র-জনতার হামলা, অগ্নিসংযোগ

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ৬, ২০২৫ ৩:৫৬ অপরাহ্ণ
ওবায়দুল কাদেরের বাড়িতে ছাত্র-জনতার হামলা, অগ্নিসংযোগ

ওবায়দুল কাদেরের বাড়িতে ছাত্র-জনতার হামলা, অগ্নিসংযোগ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। দুপুরের দিকে তার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্র-জনতার একটি দল বাড়ির গেট ও দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা দ্বিতীয় তলায় উঠে আসবাবপত্র নিচে ফেলে দেয় এবং পরে সেগুলোতে আগুন লাগিয়ে দেয়। একই সঙ্গে ভবনের ওপরেও আগুন দেওয়া হয়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওবায়দুল কাদেরের বাড়িতে বিক্ষোভ ও ভাঙচুর চলছিল।

এ বিষয়ে নোয়াখালী বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক আরিফ বলেন, “যারা স্বৈরাচারের দোসর হিসেবে কাজ করেছে, তাদের পরিণতি এটাই। সাধারণ জনগণ তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে।”

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ