আ.লীগের হোয়াটসঅ্যাপ গ্রুপে ‘আপা’ নামে যুক্ত শেখ হাসিনা
ছাত্র-জনতার অভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীদের উজ্জীবিত করার জন্য নতুন কৌশল গ্রহণ করা হয়েছে। দলটির সাবেক মন্ত্রী, এমপি ও নেতাকর্মীদের সমন্বয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ‘আপা’ নামে যুক্ত রয়েছেন।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা এবং দলের অনেক নেতাকর্মী ভারতে আশ্রয় নেন। অন্যদিকে, দেশে থাকা অনেকে গ্রেপ্তার হন বা আত্মগোপনে চলে যান। এই ছয় মাসে দলের নেতাদের একত্রিত করার উদ্যোগ শুরু হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস শুক্রবার (২৪ জানুয়ারি) এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে দলটির শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করে জানা গেছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে ৩০ থেকে ৪০ জন সাবেক মন্ত্রী ও এমপি যুক্ত রয়েছেন। সাবেক সংসদ সদস্য নাহিম রাজ্জাক এই তথ্য নিশ্চিত করেছেন।
নাহিম রাজ্জাক জানিয়েছেন, অনেক নেতা দেশে ফিরে নির্বাচনে অংশ নিতে চান। কিন্তু গ্রেপ্তার ও কারাবাসের আশঙ্কায় তা সম্ভব হচ্ছে না। তিনি বলেন, “যদি দেশে ফিরে নির্বাচনের দাবি তুলি, তাহলে আমাদের সবাইকে কারাগারে পাঠানো হবে।”
আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে মামলা ও জামিন প্রত্যাখ্যানের বিষয়টিও উল্লেখ করেন নাহিম। তার মতে, দলীয় নেতারা বর্তমানে অসহায় পরিস্থিতিতে আছেন এবং বিচারিক অধিকার থেকেও বঞ্চিত হচ্ছেন।
দলের নেতারা জানান, নির্বাচন নিয়ে আলোচনা করতে চাইলেও রাজনৈতিক পরিবেশ এতটাই প্রতিকূল যে, কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব নয়। পরিস্থিতি সামাল দিতে দলের অভ্যন্তরে এই ধরনের প্রযুক্তিনির্ভর সমন্বয় চেষ্টা করছে নতুন দিশা দেখাতে।