সোমবার, ১০ই মার্চ, ২০২৫| রাত ৮:০২

দেশে বুলডোজারের সংস্কৃতি চালু করেছে আওয়ামী লীগ : ডা. তাহের

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ৬:৫৮ অপরাহ্ণ
দেশে বুলডোজারের সংস্কৃতি চালু করেছে আওয়ামী লীগ : ডা. তাহের

দেশে বুলডোজারের সংস্কৃতি চালু করেছে আওয়ামী লীগ : ডা. তাহের

বাংলাদেশে বিরোধী দল দমনে বুলডোজারের সংস্কৃতি চালু করেছে আওয়ামী লীগ—এমন অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ বিরোধী দলের নেতাকর্মীদের বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠান, দলীয় কার্যালয় এমনকি কবরস্থান পর্যন্ত বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, বালুর ট্রাক দিয়ে বাড়ি থেকে বের হওয়ার পথ বন্ধ করে দেওয়ার মতন অমানবিক পন্থাও তারা অবলম্বন করেছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত ‘যাকাত ও উশর’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. তাহের।

তিনি বলেন, সাতক্ষীরায় জামায়াত নেতাদের বাড়ি-ঘর রাষ্ট্রীয় মদদে ভেঙে ফেলা হয়েছে, যা আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের প্রতিফলন। তবে তিনি দাবি করেন, জামায়াতে ইসলামী যতই নিপীড়নের শিকার হোক না কেন, দলটির নেতাকর্মীরা কখনো কাউকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার করেনি। ভবিষ্যতে জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে, প্রতিটি নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথির বক্তব্যে তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানী বলেন, শুধু যাকাত ও উশর আদায় করলেই দায়িত্ব শেষ হয় না, বরং প্রতিটি মুসলিমকে দ্বীন প্রতিষ্ঠার জন্য মাল ও জান কোরবানির মানসিকতা রাখতে হবে। তিনি বলেন, দ্বীন প্রতিষ্ঠা করা যেমন ফরজ, তেমনি এ পথের জন্য সম্পদ, মেধা, শ্রম ও সময় ব্যয় করাও অপরিহার্য।

সভায় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলোয়ার হোসাইন প্রমুখ।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ