শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫| সন্ধ্যা ৭:০৯

ডিসেম্বরে নির্বাচন, জানালেন মিয়ানমারের জান্তা প্রধান

প্রতিবেদক
staffreporter
মার্চ ২৮, ২০২৫ ৮:২০ অপরাহ্ণ
ডিসেম্বরে নির্বাচন, জানালেন মিয়ানমারের জান্তা প্রধান

ডিসেম্বরে নির্বাচন, জানালেন মিয়ানমারের জান্তা প্রধান

মিয়ানমারের সামরিক জান্তা প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং সম্প্রতি ঘোষণা দিয়েছেন, আগামী ডিসেম্বর ২০২৫-এ দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ২৭ মার্চ ২০২৫-এ নেপিডোতে এক সভায় তিনি বলেন, “আমরা জানুয়ারি ২০২৬-এর মধ্যে নির্বাচন শেষ করতে চাই।” তবে তিনি স্বীকার করেছেন, দেশের সব এলাকায় ভোটার তালিকা তৈরি করা এখনো সম্ভব হয়নি। ২০২১ সালে নোবেলজয়ী অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলকারী এই জান্তা দীর্ঘদিন ধরে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে আসছিল। কিন্তু চলমান গৃহযুদ্ধ আর অস্থিরতার কারণে বারবার জরুরি অবস্থা বাড়ানোয় সেই প্রতিশ্রুতি পিছিয়ে গেছে।

মিন অং হ্লাইং দাবি করেছেন, “এটি হবে একটি মুক্ত ও ন্যায্য নির্বাচন।” তিনি জানান, ৫৩টি রাজনৈতিক দল ইতিমধ্যে অংশ নিতে তালিকা জমা দিয়েছে। তবে বিরোধীরা এই নির্বাচনকে ‘প্রহসন’ আখ্যা দিয়ে বলছেন, এটি জান্তার ক্ষমতা ধরে রাখার একটি কৌশল মাত্র। জাতীয় ঐক্য সরকার (এনইউজি) এই নির্বাচন বন্ধে অহিংস পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছে। একজন বিরোধী নেতা বলেন, “দেশের অর্ধেকের বেশি এলাকা আমাদের নিয়ন্ত্রণে। এই পরিস্থিতিতে নির্বাচন কীভাবে সম্ভব?”

গত অক্টোবরে জান্তা একটি আদমশুমারি করেছে, যা ভোটার তালিকা তৈরির জন্য বলা হলেও মাত্র ১৪৫টি টাউনশিপে (মোট ৩৩০টির মধ্যে) তা সম্পন্ন হয়। বাকি এলাকায় বিদ্রোহীদের নিয়ন্ত্রণ আর সংঘর্ষের কারণে তথ্য সংগ্রহ বন্ধ রয়েছে। স্থানীয় একজন বাসিন্দা বলেন, “আমরা যুদ্ধের মধ্যে আছি। ভোটের কথা ভাবার সময় কই?” জান্তা এখন শান্তি প্রতিষ্ঠার জন্য বিদ্রোহী গোষ্ঠীগুলোকে রাজনীতিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে, যদিও এই প্রস্তাব তাৎক্ষণিকভাবে নাকচ হয়েছে।

আন্তর্জাতিক মহলও সন্দিহান। জাপানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, “সু চি মুক্তি না পেলে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না।” চীন ও থাইল্যান্ডের মতো প্রতিবেশী দেশগুলো স্থিতিশীলতার আশায় নির্বাচনকে সমর্থন করলেও, পশ্চিমা দেশগুলো এটিকে অগ্রহণযোগ্য বলছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি