সরাসরি ফ্লাইট চালু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তানে
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান পরিবহন চালুর ঘোষণা দিয়েছেন পাকিস্তানে নব নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন। গতকাল শনিবার পেশোয়ারে এক সংবাদ সম্মেলনে তিনি এ গুরুত্বপূর্ণ পরিকল্পনার কথা জানান।
হাই কমিশনার বলেন, “বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। সরাসরি ফ্লাইট চালুর মাধ্যমে এই সম্পর্ক আরও দৃঢ় হবে। এটি যাতায়াত ব্যবস্থার উন্নতি তো ঘটাবেই, পাশাপাশি পর্যটন, শিক্ষা ও বাণিজ্যের ক্ষেত্রেও নতুন সুযোগ সৃষ্টি করবে।”
তিনি আরও বলেন, দুই দেশের বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক ক্রমেই ঘনিষ্ঠ হচ্ছে। এই পদক্ষেপ তা আরও শক্তিশালী করবে। পাকিস্তানে বাংলাদেশের পণ্যের ক্রমবর্ধমান চাহিদার কথাও তিনি উল্লেখ করেন। যদিও চট্টগ্রাম ও করাচির মধ্যে বর্তমানে নৌপথে বাণিজ্য চলছে, তবে তা সীমিত আকারে। নতুন যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে এ বাণিজ্য আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
খাইবার পাখতুনখোয়ার স্বাস্থ্য ও শিল্প খাতে বিনিয়োগের বিশাল সম্ভাবনার কথা উল্লেখ করে ব্যবসায়ীদের এ সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান হাই কমিশনার। একই সঙ্গে বাংলাদেশের তরুণ সমাজের মতপ্রকাশের স্বাধীনতা এবং সামাজিক মাধ্যমের ইতিবাচক ব্যবহার নিয়েও কথা বলেন তিনি।
বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে সরকারের অগ্রাধিকার নিয়েও আলোচনা করেন ইকবাল হোসেন। তার বক্তব্যে দুই দেশের ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনার দিকগুলো নতুন করে উজ্জ্বল হয়ে ওঠে।
উল্লেখ্য, সরাসরি ফ্লাইট চালুর এ উদ্যোগ দুই দেশের মধ্যে সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে, যা দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।