সোমবার, ১০ই মার্চ, ২০২৫| বিকাল ৫:৪২

বলিউড ছেড়ে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে অনুরাগ কাশ্যপ

প্রতিবেদক
staffreporter
মার্চ ৬, ২০২৫ ১১:৩৩ পূর্বাহ্ণ
বলিউড ছেড়ে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে অনুরাগ কাশ্যপ

বলিউড ছেড়ে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে অনুরাগ কাশ্যপ

বলিউডের খ্যাতিমান পরিচালক অনুরাগ কাশ্যপ ইন্ডাস্ট্রির পরিবেশ নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ প্রকাশ করে আসছেন। এবার তিনি স্পষ্টতই বলিউডকে ‘বিষাক্ত’ বলে উল্লেখ করেছেন এবং ইন্ডাস্ট্রি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুরাগ বলেন, ‘হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির পরিবেশ অত্যন্ত টক্সিক হয়ে গেছে। এখানে সবাই কেবল বক্স অফিসের অঙ্কের পেছনে ছুটছে। ৫০০-৮০০ কোটির ব্যবসার দৌড়ে সৃজনশীলতা হারিয়ে যাচ্ছে।’

এর আগেও বলিউড ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। তবে এবার তিনি পাকাপাকিভাবে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন এবং মুম্বাই ছেড়ে বেঙ্গালুরুতে বসবাস করবেন বলে জানা গেছে।

দক্ষিণী সিনেমার প্রতি মুগ্ধতা

অনুরাগ কাশ্যপ মনে করেন, দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি এখন অনেক বেশি সৃজনশীল। তিনি বলেন, ‘দক্ষিণের কাজ দেখলে হিংসে হয়। সেখানে নতুন নতুন আইডিয়া নিয়ে এক্সপেরিমেন্ট হচ্ছে। অথচ বলিউডে সিনেমা বানানোর আগেই সবাই শুধু ব্যবসার চিন্তায় ব্যস্ত থাকে।’

বর্তমানে তিনি মালয়ালি থ্রিলার ‘ফুটেজ’-এর প্রচারে ব্যস্ত, যেটি তার নিবেদিত একটি প্রজেক্ট। পাশাপাশি দক্ষিণী ছবি ‘ডেকয়েট’-এ একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে তাকে।

বলিউডে একাধিক সফল সিনেমা ও সিরিজ উপহার দেওয়া এই নির্মাতার এই সিদ্ধান্ত সিনেমাপ্রেমীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ