মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫| বিকাল ৫:৫৪

প্রায় এক দশক পর গুগলের লোগোতে বড় পরিবর্তন

প্রতিবেদক
staffreporter
মে ১৪, ২০২৫ ৪:১৩ অপরাহ্ণ
প্রায় এক দশক পর গুগলের লোগোতে বড় পরিবর্তন

প্রায় এক দশক পর গুগলের লোগোতে বড় পরিবর্তন

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন ও প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল প্রায় ১০ বছর পর তাদের বহুল পরিচিত লোগোতে বড় পরিবর্তন এনেছে। নতুন এই ডিজাইনে গুগলের ইংরেজি ‘G’ অক্ষরটিকে আরও রঙিন ও একীভূতভাবে উপস্থাপন করা হয়েছে। এতে প্রতিষ্ঠানটির চারটি পরিচিত রঙ — লাল, হলুদ, সবুজ ও নীল — নতুনভাবে সমন্বয় করা হয়েছে, যা একে করে তুলেছে আরও আধুনিক ও প্রাণবন্ত।

এই লোগোর প্রথম দেখা মেলে চলতি বছরের ১১ মে, যখন আইফোনে গুগল সার্চ অ্যাপ হালনাগাদের পর ব্যবহারকারীরা নতুন ডিজাইনটি দেখতে পান। এরপর ১২ মে অ্যান্ড্রয়েড ডিভাইসের গুগল অ্যাপের বিটা সংস্করণেও এটি চালু হয়। গুগল জানিয়েছে, অদূর ভবিষ্যতে ধাপে ধাপে সব ডিভাইসেই এই নতুন লোগো প্রতিস্থাপিত হবে। শুধু মোবাইল অ্যাপেই নয়, ওয়েব ব্রাউজারেও ‘ফ্যাভিকন’ হিসেবে এই নতুন আইকন দেখা যাবে।

বর্তমানে বিশ্বজুড়ে প্রায় ৫০০ কোটিরও বেশি মানুষ গুগল ব্যবহার করেন। তাই গুগলের লোগো শুধুই একটি চিহ্ন নয়, বরং এটি একটি বৈশ্বিক পরিচিতি ও প্রতীক। এর যেকোনো পরিবর্তন প্রযুক্তি জগতে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এর আগে ২০১৫ সালের সেপ্টেম্বরে গুগল তাদের লোগোতে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছিল, যখন তারা ঐতিহ্যবাহী শেরিফ টাইপফেস বাদ দিয়ে ‘Product Sans’ ফন্ট গ্রহণ করে এবং ছোট হাতের ‘g’ এর পরিবর্তে বড় হাতের ‘G’ আইকন চালু করে।

গুগল জানায়, নতুন এই লোগোর ডিজাইন করা হয়েছে আধুনিক প্রযুক্তিগত প্রেক্ষাপট ও ব্যবহারকারীর অভিজ্ঞতা মাথায় রেখে। বিভিন্ন ডিভাইস ও ইনপুট মাধ্যম— যেমন স্পর্শ, টাইপিং ও ভয়েস কমান্ড— এসবের সঙ্গে সামঞ্জস্য রেখে লোগোটিকে উন্নত করা হয়েছে। চারটি রঙের গতিশীল সংযুক্তি প্রতিষ্ঠানটির উন্মুক্ততা, বৈচিত্র্য ও উদ্ভাবনী চেতনাকে তুলে ধরে। এই লোগো যেমন উজ্জ্বল ও সহজবোধ্য, তেমনি সব ধরনের স্ক্রিনে দৃষ্টিনন্দন ও ব্যবহারবান্ধব।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
কাজী নজরুল ইসলামকে অবশেষে জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি

কাজী নজরুল ইসলামকে অবশেষে জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি

হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের হুমকি ট্রাম্পের

হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের হুমকি ট্রাম্পের

আজকের খেলা: ১ জুলাই, ২০২৫

আজকের খেলা: ২০ ফেব্রুয়ারি, ২০২৫

জানুয়ারিতে এক থেকে দুটি তীব্র শৈত্যপ্রবাহের আভাস জানুয়ারি মাসে দেশে এক থেকে দুটি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, দেশের পশ্চিম, উত্তর ও উত্তরপূর্বাঞ্চলে এক থেকে দুটি মাঝারি থেকে তীব্র এবং দেশের অন্যান্য এলাকায় দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকলেও দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কম থাকার কারণে এ সময়ে শীতের অনুভূতি বাড়তে পারে। বড় এলাকাজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়; ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। জানুয়ারি মাসের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, পশ্চিম, দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্যান্য এলাকায় হালকা বা মাঝারি কুয়াশা থাকতে পারে। ঘন কুয়াশা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। এ মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের আভাস দিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, দেশের প্রধান নদ-নদীর প্রবাহ স্বাভাবিক থাকতে পারে। আবহাওয়া অফিস বলছে, জানুয়ারি মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ তৈরি হতে পারে, এর মধ্যে একটি নিম্নচাপে পরিণত হতে পারে। ডিসেম্বর মাসেও বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ তৈরি হয়েছিল। এর মধ্যে একটি নিম্নচাপে পরিণত হয়। এর প্রভাবে উপকূলে বৃষ্টি ঝরেছিল।

জানুয়ারিতে এক থেকে দুটি তীব্র শৈত্যপ্রবাহের আভাস

কানাডা-মেক্সিকোর বেশিরভাগ পণ্যে শুল্ক আরোপ পিছিয়ে দিলেন ট্রাম্প

কানাডা-মেক্সিকোর বেশিরভাগ পণ্যে শুল্ক আরোপ পিছিয়ে দিলেন ট্রাম্প

দখলকৃত জেরুজালেমে দাবানল নিয়ন্ত্রণে, তদন্ত শুরু করবে ইসরায়েল

দখলকৃত জেরুজালেমে দাবানল নিয়ন্ত্রণে, তদন্ত শুরু করবে ইসরায়েল

গাজা-মিশর সীমান্ত থেকে সেনা সরাবে না ইসরায়েল

গাজা-মিশর সীমান্ত থেকে সেনা সরাবে না ইসরায়েল

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে তুলসী গ্যাবার্ডের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে সরকার

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে তুলসী গ্যাবার্ডের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে সরকার

রেস্তোরাঁ খোলায় ব্যস্ত অভিনেতারা, কাজের অভাব নাকি প্যাশনের তাগিদ?

খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাসী হামলার বাড়বাড়ন্ত, ২০২৫ সালের প্রথম সাড়ে পাঁচ মাসে ২৮৪টি হামলা

খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাসী হামলার বাড়বাড়ন্ত, ২০২৫ সালের প্রথম সাড়ে পাঁচ মাসে ২৮৪টি হামলা