রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ১০:০৮

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার: আরও আকর্ষণীয় অভিজ্ঞতা

প্রতিবেদক
staffreporter
জানুয়ারি ১৭, ২০২৫ ১০:৫৮ পূর্বাহ্ণ
হোয়াটসঅ্যাপের নতুন ফিচার: আরও আকর্ষণীয় অভিজ্ঞতা

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার: আরও আকর্ষণীয় অভিজ্ঞতা

হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা এর নতুন ফিচারগুলোতেই নিহিত। ব্যবহারকারীদের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে হোয়াটসঅ্যাপ নিয়মিত নতুন সব ফিচার নিয়ে আসে। এবারও তেমনই একগুচ্ছ নতুন ফিচার যোগ করতে যাচ্ছে এই চ্যাটিং অ্যাপ।

নতুন ফিচারের তালিকা:

১. ক্যামেরা এফেক্ট:
ইউজাররা এবার ছবি ও ভিডিও শেয়ারের সময় তিরিশটি ব্যাকগ্রাউন্ড, ফিল্টার এবং এফেক্ট ব্যবহার করতে পারবেন। এটি গত বছর ভিডিও কলের ক্ষেত্রে আনা ক্যামেরা এফেক্টের উন্নত সংস্করণ।

২. সেলফি স্টিকার:
নতুন এই ফিচারে সরাসরি সেলফি তুলে সেটিকে স্টিকার হিসেবে বানিয়ে নেওয়া যাবে। স্টিকার মেনুর ‘ক্রিয়েট’ অপশনে ক্লিক করে ছবি তোলা বা বেছে নেওয়া যাবে। ছবিটি এডিট করার পর সেটি স্টিকার হিসেবে ব্যবহার করা যাবে। আপাতত এটি অ্যান্ড্রয়েডে পাওয়া গেলেও শিগগিরই আইওএসেও আসবে।

৩. স্টিকার প্যাক শেয়ার:
পুরো স্টিকার প্যাক এবার সরাসরি চ্যাটের মাধ্যমে অন্য কোনো কন্টাক্টকে পাঠানো যাবে।

৪. দ্রুত রিঅ্যাকশন:
চ্যাটে মেসেজে দ্রুত রিঅ্যাকশনের জন্য ডবল ট্যাপ করলেই হবে। এতে ইউজারের সর্বাধিক ব্যবহৃত ইমোজি দেখা যাবে। প্লাস সিম্বলে ক্লিক করে অন্যান্য ইমোজিও সিলেক্ট করা যাবে।

৫. ‘লিস্টস’ ফিচার:
গ্রুপ চ্যাটকে আরও সহজ করতে ‘লিস্টস’ ফিচারটি নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। এতে ইউজাররা চ্যাটগুলোকে ‘পরিবার’, ‘অফিস’, ‘প্রতিবেশী’ ইত্যাদি ভাগে ভাগ করে সাজাতে পারবেন। এটি নিয়মিত বহু মানুষের সঙ্গে চ্যাট করা ইউজারদের জন্য বিশেষভাবে উপকারী হবে।

হোয়াটসঅ্যাপের এই আপডেটগুলো ব্যবহারকারীদের জন্য চ্যাটিংয়ের অভিজ্ঞতাকে আরও সহজ ও আনন্দদায়ক করে তুলবে।

4o

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ