আফগানিস্তানের জিম্বাবুয়ের কাছে ৫ বছরের মধ্যে প্রথম পরাজয়
আফগানিস্তানের সাম্প্রতিক ধারাবাহিক সাফল্যের মাঝে জিম্বাবুয়ের কাছে হোঁচট খেল তারা। হারারেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৫ উইকেটের ব্যবধানে জয় পায় জিম্বাবুয়ে, যা ছিল আফগানিস্তানের বিপক্ষে তাদের প্রথম টি-টোয়েন্টি জয় গত পাঁচ বছরে। এই ম্যাচের অন্যতম আলোচিত ঘটনা ছিল আফগান পেসার নাভিন-উল-হকের ১৩ বলের ওভার।
নাভিন-উল-হকের ওই ওভারে ৬টি ওয়াইড এবং একটি নো বলের কারণে তিনি ১৯ রান খরচ করেন। এর ফলে জিম্বাবুয়ের ম্যাচ জেতার কাজ সহজ হয়ে যায়। ম্যাচের এই ওভারের আগে ৩৬ বলে ৫৬ রান প্রয়োজন ছিল জিম্বাবুয়ের। কিন্তু নাভিনের ওই ওভারের পর এই রান তাড়ায় গতি আসে এবং শেষ বল পর্যন্ত খেলে তারা জয় নিশ্চিত করে। যদিও এই ওভারেই নাভিন সিকান্দার রাজার উইকেট তুলে নিয়েছিলেন।
জিম্বাবুয়ের হয়ে বেনেট ৪৯ রান করেন ৪৯ বলে এবং ডিওন মায়ার্স ২৯ বলে ৩২ রান করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছান। আফগানদের পক্ষে বোলিংয়ে নাভিন ছিলেন উজ্জ্বল, ৪ ওভারে ৩৩ রানে ৩ উইকেট শিকার করেন। রশিদ খান ২টি এবং মোহাম্মদ নবি ১টি উইকেট নেন। তবে নাভিনের একটি ওভারই মূলত ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে আফগানিস্তান শুরুর ধাক্কা সামলাতে পারেনি। রহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ অটল এবং মোহাম্মদ ইশাক দ্রুত বিদায় নিলে চাপে পড়ে সফরকারীরা। করিম জানাত ৪৯ বলে ৫৪ রান করে ইনিংস মেরামতের চেষ্টা করেন। অধিনায়ক হাশমতউল্লাহ শহিদী করেন ১৫ বলে ২০ রান। তবে শেষদিকে মোহাম্মদ নবির ২৭ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৪ রান করে আফগানিস্তান।
জিম্বাবুয়ের পক্ষে রিচার্ড এনগারাবা ৩ উইকেট শিকার করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। আফগানদের জন্য এই পরাজয় ভবিষ্যতে উন্নতির পথ দেখাবে বলে আশা করা যায়।