সোমবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ১২:০০

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তির অগ্রগতি

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ৯, ২০২৪ ১:১৪ অপরাহ্ণ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম এখনও চলমান। মেধা তালিকায় ৩৫টি এবং কোটায় ৪৬টি আসন খালি রয়েছে। এবার পোষ্য কোটায় ১৫ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

রবিবার (৮ ডিসেম্বর) রাতে শাবিপ্রবি ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. আবু সাঈদ আরফিন খান বিষয়টি নিশ্চিত করেন।

অধ্যাপক আরফিন খান জানান, মেধা তালিকায় ১,৫৬৬টি আসনের মধ্যে ইতোমধ্যে ১,৫৩১টি পূর্ণ হয়েছে। মাইগ্রেশন প্রক্রিয়া চালু থাকায় অনেক শিক্ষার্থী অন্যত্র চলে যাচ্ছেন, আবার অন্য স্থান থেকে এখানে ভর্তি হচ্ছেন। ফলে পুরো ভর্তি কার্যক্রম সম্পন্ন হতে কিছুটা সময় লাগছে।

কোটার আসন প্রসঙ্গে তিনি বলেন, কোটায় মোট ১০৫টি আসনের মধ্যে ৫৯টি পূর্ণ হয়েছে। এর মধ্যে দলিত কোটায় ২০ জন, পোষ্য কোটায় ১৫ জন, প্রতিবন্ধী কোটায় ১০ জন, মুক্তিযোদ্ধার সন্তান কোটায় ৯ জন, চা শ্রমিক কোটায় ৩ জন এবং খেলোয়াড় কোটায় ২ জন ভর্তি হয়েছেন। তবে কোটায় ভর্তি কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে।

উল্লেখ্য, ৩ নভেম্বর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ক্লাস শুরু হয়। এদিকে, ১০ নভেম্বর শাবিপ্রবির কেন্দ্রীয় লাইব্রেরির সামনে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে মুক্তিযোদ্ধা এবং পোষ্য কোটা বাতিলসহ পাঁচটি দাবি জানান। তবে এখনো পর্যন্ত এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ