বাদশাহ সালমানের উদ্যোগে ১০০ দেশের মুসল্লি ও ১ হাজার ফিলিস্তিনিকে হজ করাবে সৌদি আরব
সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ বিশ্বের ১০০টি দেশের ১ হাজার ৩০০ জন মুসল্লিকে অতিথি হিসেবে হজ পালনের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন। দুই পবিত্র মসজিদের অভিভাবক হিসেবে এই মহৎ উদ্যোগে বাদশাহ তাদের নিজস্ব ব্যবস্থাপনায় হজ পালনের সুযোগ করে দেবেন।
এছাড়া ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনে শহীদ, আহত এবং বন্দি পরিবারগুলোর জন্য আরও একটি বিশেষ সিদ্ধান্ত নিয়েছেন বাদশাহ সালমান। তিনি ব্যক্তিগত খরচে ফিলিস্তিনের ১ হাজার নাগরিককে হজে পাঠানোর ঘোষণা দিয়েছেন। এদের মধ্যে থাকবেন শহীদের স্বজন, আহত এবং কারাবন্দি ব্যক্তিদের পরিবার থেকে বাছাই করা সদস্যরা।
সৌদি বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হজ গেস্ট প্রোগ্রামের আওতায় এই ফিলিস্তিনি মুসল্লিদের হজ করানো হবে।
সৌদির ইসলাম বিষয়ক মন্ত্রী ড. আবদুল লতিফ আবদুল আজিজ আলে শায়েখ বলেন, প্রতিবছরই সৌদি সরকার নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনির হজের দায়িত্ব নেয়। এবারও ফিলিস্তিনিদের আত্মত্যাগ ও সংগ্রামের প্রতি সহানুভূতির অংশ হিসেবে বাদশাহ সালমান ১ হাজার ফিলিস্তিনিকে হজে পাঠানোর ব্যবস্থা করছেন।
এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন ফিলিস্তিনের ধর্ম ও আওকাফ বিষয়ক মন্ত্রী হাতিম আল-বাকারি। তিনি জানান, সৌদি আরব সবসময়ই ফিলিস্তিনিদের পাশে থেকেছে। শহীদ, আহত ও বন্দি পরিবারের সদস্যদের হজের সুযোগ দেওয়ার এই সিদ্ধান্ত তাদের মানসিকভাবে আরও দৃঢ় করবে এবং ফিলিস্তিনের ন্যায্য অধিকারের পক্ষে সৌদি সমর্থনকে আরও জোরালো করবে।
সূত্র: সৌদি গেজেট