রোনালদোর জোড়া গোলের সাহায্যে আল নাসরের সহজ জয়
সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ঘরের মাঠে দামাকের বিরুদ্ধে একাই দুটি গোল করে আবারও তার সেরা ফর্মে ফিরে আসলেন পর্তুগিজ এই মহাতারকা। শুক্রবার সৌদি প্রো লিগের ম্যাচে আল নাসর ২-০ গোলে দামাককে হারিয়ে সহজ জয় লাভ করে।
ম্যাচের শুরু থেকেই রোনালদো তার দলের এগিয়ে যাওয়ার পথ তৈরি করেন। ১৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আল নাসরকে ১-০ লিডে নিয়ে যান রোনালদো। এই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় দুই দল। বিরতির পর আবারও রোনালদো নিজের দ্বিতীয় গোলটি করেন। ৭৯ মিনিটে সতীর্থের পাসে কাছ থেকে শট করে এই গোলটি করেন তিনি।
এই জয়ের মাধ্যমে রোনালদো তার ক্যারিয়ারে ৯১৫টি গোলের মাইলফলক স্পর্শ করেছেন। চলতি বছরে ৫০ ম্যাচে তার গোল সংখ্যা এখন ৪২টি। এর আগে দামাক ৫৬ মিনিটে ১০ জনের দলে পরিণত হয়, ফলে তাদের ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ ছিল না।
সৌদি প্রো লিগের ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে আল নাসর বর্তমানে তিন নম্বরে রয়েছে। শীর্ষে আছে আল-ইত্তিহাদ, যাদের ৩০ পয়েন্ট।