শেখ হাসিনাসহ সব বাংলাদেশিকে ভারত থেকে তাড়িয়ে দিতে বললেন শিবসেনা এমপি
ভারতের শিবসেনা এমপি সঞ্জয় রাউত সম্প্রতি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সব বাংলাদেশিকে ভারত থেকে তাড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন। তার এই মন্তব্য ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং কেন্দ্রীয় সরকারকে উদ্দেশ্য করে করা হয়েছে। তিনি এই দাবি জানিয়েছেন ২০ জানুয়ারি, সোমবার, সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশের পর।
ভারতীয় পুলিশ সূত্রে জানা গেছে, সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে বাংলাদেশি যুবক মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদকে আটক করা হয়েছে। মুম্বাইয়ের বান্দ্রায় ১৬ জানুয়ারি হামলার ঘটনায় শেহজাদ সাইফ আলি খানের বাড়িতে প্রবেশ করেছিলেন চুরি করার উদ্দেশ্যে। কিন্তু সাইফ আলি খান উপস্থিত থাকায় তাকে ছুরিকাঘাত করেন শেহজাদ, ফলে অভিনেতা মারাত্মকভাবে আহত হন।
এই হামলার পর সঞ্জয় রাউত প্রশ্ন তোলেন, “কে বলেছে হামলাকারী বাংলাদেশি?” বিজেপির দাবি অনুযায়ী, এটি একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র, তবে রাউত মন্তব্য করেন যে, এটি শুধুমাত্র একটি হামলা এবং হামলাকারী যদি বাংলাদেশি হন, তবে এর দায় কেন্দ্রীয় সরকারের। তিনি বলেন, “এটি অমিত শাহের দায় এবং তাকে পদত্যাগ করতে হবে।”
শিবসেনা এমপি আরও বলেন, “ভারত থেকে সব বাংলাদেশিকে বের করে দেয়া উচিত, এবং এটি শেখ হাসিনা থেকে শুরু হওয়া উচিত, যাকে ভারত আশ্রয় দিয়েছে। তারা কেবল আতঙ্ক সৃষ্টি করছে।”
এদিকে, মুম্বাই পুলিশের তথ্য অনুযায়ী, হামলাকারী শেহজাদ বাংলাদেশের ঝালকাঠির বাসিন্দা। পুলিশ তাকে রিমান্ডে নিয়ে তদন্ত করছে এবং হামলার ঘটনায় ভারতীয় দণ্ডবিধির আওতায় মামলা করা হয়েছে।