হাসিনাকে ফেরানো আর স্বার্থের বিষয়গুলো পাশাপাশি চলবে – পররাষ্ট্র উপদেষ্টা
হাসিনাকে ফেরানো আর স্বার্থের বিষয়গুলো পাশাপাশি চলবে: পররাষ্ট্র উপদেষ্টা
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর প্রচেষ্টা এবং ভারতের সঙ্গে স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সমানতালে এগিয়ে নেওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে বুধবার সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, “দুটো বিষয়ই পাশাপাশি চলবে। কারণ, শেখ হাসিনাকে ফেরানো একটি ইস্যু, তবে আমাদের আরও অনেক স্বার্থসংশ্লিষ্ট বিষয় রয়েছে। সেগুলো নিয়েও আমরা এগোব।”
গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সেখানেই রয়েছেন। এর মধ্যে, ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের দমনপীড়নকে ‘গণহত্যা’ বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ অন্যদের বিচারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।
ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন অফিসে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগসহ প্রায় তিনশ মামলার নথি জমা পড়েছে। একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।
ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ঢাকার অন্তর্বর্তী সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত সরকারকে কূটনৈতিক চিঠি পাঠিয়েছে। তবে ভারত সরকার এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, “আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভালো সম্পর্ক চাই, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের সঙ্গেও সম্পর্ক ভালো রাখতে চাই। প্রতিটি ক্ষেত্রেই আমাদের স্বার্থ জড়িত।”
তিনি আরও জানান, চীন সফরের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি রোহিঙ্গা সমস্যার সমাধান এবং অর্থনৈতিক ও কূটনৈতিক স্থিতিশীলতার বিষয়টি সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে।
উপদেষ্টা আশা প্রকাশ করেন, এ বছর শেষে বাংলাদেশ সব প্রতিবেশী এবং বন্ধুপ্রতীম দেশের সঙ্গে আরও শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হবে।