সার্বভৌমত্ব রক্ষায় শক্তিশালী জাতীয় ঐক্যের ওপর জোর উপদেষ্টাদের
যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন শক্তিশালী জাতীয় ঐক্য ও সংহতি। বুধবার ভোর ৪টায় নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
অন্যদিকে, মঙ্গলবার রাতেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ আহ্বান জানান, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এর আগে মঙ্গলবার রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, নারী সংস্কার কমিশনের যে প্রস্তাব নিয়ে আলোচনা চলছে, সেটি সরকারের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয় বরং একটি কমিশনের মতামাত্র। তিনি বলেন, দেশে গঠিত প্রতিটি সংস্কার কমিশনের বিষয়ে বিভিন্ন সময় ভিন্নমত এসেছে এবং নারী সংস্কার কমিশনের ক্ষেত্রেও তা স্বাভাবিক। এখানে যে ভিন্ন মত থাকবে তা কমিশনের প্রস্তাবের গ্রহণযোগ্যতা বা প্রয়োজনীয়তা নির্ধারণে প্রভাব ফেলবে না বলেও তিনি জানান।