গুমের পর বেশির ভাগ ব্যক্তিকে হত্যা, সিমেন্টের ব্যাগে লাশ নদীতে
আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া বেশিরভাগ ব্যক্তিকে হত্যা করা হয়েছে, এবং তাদের মরদেহ সিমেন্টের ব্যাগ দিয়ে বেঁধে নদীতে ডুবিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ‘আনফোল্ডিং দ্য ট্রুথ’ শিরোনামে প্রতিবেদন জমা দিয়েছে গুম-সংক্রান্ত তদন্ত কমিশন। রবিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রতিবেদনের কিছু অংশ প্রকাশ করা হয়।
প্রতিবেদনে উঠে এসেছে গুম হওয়া ব্যক্তিদের নির্মম হত্যার প্রক্রিয়া। কমিশন জানায়, গুমের পরে একটি সাধারণ পদ্ধতি হিসেবে মাথায় গুলি করে হত্যার পর মরদেহ সিমেন্টের ব্যাগ দিয়ে নদীতে ফেলে দেওয়া হয়। কমিশনের মতে, র্যাবে কর্মরত কিছু সামরিক কর্মকর্তা এই পদ্ধতিকে “মরদেহ গুম করার আদর্শ উপায়” হিসেবে অভিহিত করেছেন।
এছাড়া, গুমের শিকার অনেককে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলেও প্রতিবেদন উল্লেখ করেছে। প্রতিবেদনে র্যাব বিলুপ্তি এবং গুমের ঘটনায় বিচারিক প্রক্রিয়া শুরুর সুপারিশ করা হয়েছে।
কমিশন আরও জানিয়েছে, গুমের নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।
‘আনফোল্ডিং দ্য ট্রুথ’ প্রতিবেদনে বলা হয়েছে, গুম সংক্রান্ত ১,৬৭৬টি অভিযোগের মধ্যে এখন পর্যন্ত ৭৫৮টি অভিযোগ যাচাই-বাছাই করা হয়েছে। তদন্ত কমিশনের এই প্রতিবেদন দেশে এবং আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।