রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ১১:৪৭

‘যারা ভাবে দেড় মাসে হাসিনাকে হটিয়েছে, তারা বোকার স্বর্গে আছে’ – আব্দুল আউয়াল মিন্টু

প্রতিবেদক
staffreporter
জানুয়ারি ১৯, ২০২৫ ৫:৪২ অপরাহ্ণ
হাসিনাকে

‘যারা ভাবে দেড় মাসে হাসিনাকে হটিয়েছে, তারা বোকার স্বর্গে আছে’ – আব্দুল আউয়াল মিন্টু

বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং ভোটের অধিকার ফিরিয়ে দিতে বিএনপি গত ১৭ বছর ধরে সংগ্রাম চালিয়ে আসছে। দলের নেতাকর্মীরা হাজার হাজার মানুষকে কারাবরণ করতে হয়েছে, সহ্য করতে হয়েছে নির্যাতন। যারা মনে করেন দেড় মাসের মধ্যেই শেখ হাসিনার সরকারকে হটানো সম্ভব হয়েছে, তারা বোকার স্বর্গে বাস করছেন।

রোববার বরিশালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মিন্টু এসব কথা বলেন। তিনি বলেন, দেশের আপামর জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ফ্যাসিবাদী সরকারকে হটানো সম্ভব হয়েছে। তবে এই অর্জন অক্ষুণ্ন রাখতে দল ও জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের সাংবিধানিক অধিকার ও ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপি এখনো লড়াই চালিয়ে যাচ্ছে। দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে ভবিষ্যতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানান তিনি।

বরিশাল মহানগর বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। একই দিন জেলা বিএনপির উদ্যোগে অশ্বিনী কুমার হলে আরেকটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান এবং সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবুল কালাম শাহীন।

এই আয়োজনগুলোর মাধ্যমে বিএনপির নেতাকর্মীরা নিজেদের ঐক্য ও সংকল্প পুনর্ব্যক্ত করেছেন। তাদের বক্তব্যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন দেখা যায়।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত