রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ১০:০২

চীন থেকে আবার আসছে করোনার মতো বিধ্বংসী আরেক ভাইরাস!

প্রতিবেদক
staffreporter
জানুয়ারি ৩, ২০২৫ ৫:৩১ অপরাহ্ণ
চীন থেকে আবার আসছে করোনার মতো বিধ্বংসী আরেক ভাইরাস!

চীন থেকে আবার আসছে করোনার মতো বিধ্বংসী আরেক ভাইরাস!

চীনে করোনাভাইরাস সংক্রমণের পাঁচ বছর পর এবার দ্রুত ছড়িয়ে পড়ছে হিউম্যান মেটাপনিমোভাইরাস (এইচএমপিভি)। স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে হাসপাতাল ও শ্মশানগুলোর অতিরিক্ত চাপের চিত্র উঠে এসেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়েছে, চীনে ইনফ্লুয়েঞ্জা এ, এইচএমপিভি, মাইকোপ্লাজমা নিউমোনিয়া এবং কোভিড-১৯-এর মতো একাধিক ভাইরাস একসঙ্গে তাণ্ডব চালাচ্ছে। কেউ কেউ বলছেন, দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। তবে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য নিশ্চিত করেনি।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, এইচএমপিভি ভাইরাসের লক্ষণ করোনার মতো হওয়ায় উদ্বেগ বেড়েছে। চীনের রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে, নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় একটি পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করা হয়েছে।

চীনের জাতীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ প্রশাসনের কর্মকর্তা ক্যান বিয়াও এক সংবাদ সম্মেলনে বলেছেন, শীত ও বসন্তকালে শ্বাসকষ্টজনিত রোগ বৃদ্ধি পাওয়া স্বাভাবিক। তবে এবার পরিস্থিতি আগের তুলনায় কিছুটা ভালো হবে বলে আশা করা হচ্ছে।

তথ্য অনুযায়ী, ১৬ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত তীব্র শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, দ্রুত ব্যবস্থা না নিলে করোনার মতো আরেকটি বিধ্বংসী সংকট সৃষ্টি হতে পারে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ