বারডেম হাসপাতালে আধুনিক ক্যান্সার নির্ণয় ও চিকিৎসা সেবা শুরু
রাজধানীর বারডেম হাসপাতালে নতুন অত্যাধুনিক ক্যান্সার নির্ণয় ও চিকিৎসাসেবা চালু হয়েছে। ‘নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং’ (এনজিএস) প্রযুক্তির মাধ্যমে ক্যান্সারের ডিএনএ ও আরএনএ বিশ্লেষণ করে প্রথমে রোগ নির্ণয় করা হবে এবং পরে চিকিৎসা প্রদান করা হবে। এই প্রযুক্তি ব্যবহারের জন্য বারডেম হাসপাতালে সর্বাধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে এবং একটি বিশেষ ক্যান্সার ইউনিট প্রতিষ্ঠা করা হয়েছে।
৩ ডিসেম্বর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়, এবং ২ ডিসেম্বর একটি অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সেবাটি উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরি, এবং সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান।
বর্তমানে, বারডেমে স্তন ক্যানসার ও ডিম্বাশয় ক্যানসারের চিকিৎসা চালু রয়েছে এবং আন্তর্জাতিক নির্দেশনার সাথে সামঞ্জস্য রেখে ফুসফুস, কোলন ও প্রোস্টেট ক্যানসারের জন্য এনজিএস-ভিত্তিক ক্যানসার জিন প্যানেল পরীক্ষা চালু করা হয়েছে। এছাড়া, বিশেষ পরিস্থিতিতে লিকুইড বায়োপসি পরীক্ষাও শুরু হবে।
এই আধুনিক চিকিৎসার মাধ্যমে রোগীরা দেশেই উন্নত সেবা পাবেন, যা বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার প্রয়োজনীয়তা কমিয়ে দেশে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে।