শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫| সন্ধ্যা ৭:০৯

আইনজীবী হত্যায় চট্টগ্রামে আরেকজন গ্রেপ্তার

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ৬, ২০২৪ ৩:৫০ অপরাহ্ণ

আইনজীবী হত্যায় চট্টগ্রামে আরেকজন গ্রেপ্তার

চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে সরাসরি যুক্ত থাকার অভিযোগে চট্টগ্রামের আনোয়ারা থেকে রিপন দাশ (২৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় কোতোয়ালী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) তারেক আজিজ জানান, রিপন দাশ হত্যাকাণ্ডে এজাহারভুক্ত আসামি না হলেও ভিডিও ফুটেজে নীল গেঞ্জি, জিন্স প্যান্ট, হেলমেট পরিহিত অবস্থায় এবং বটি হাতে তাকে দেখা গেছে। তথ্য-প্রমাণের ভিত্তিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশের পাঠানো ছবিতে দেখা যায়, গ্রেপ্তার হওয়া রিপন ওইদিন হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করেছিলেন। এর আগে, বুধবার রাতে ভৈরব থেকে চন্দন দাস নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, চন্দন দাস হত্যাকাণ্ডে কিরিচ হাতে যুক্ত ছিলেন।

এ ঘটনায় এর আগে আরও আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর পর সনাতনী সম্প্রদায়ের বিক্ষোভকারীরা সহিংসতায় লিপ্ত হয়। ওই সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়।

হত্যাকাণ্ডের ঘটনায় আলিফের বাবা জামাল উদ্দিন কোতোয়ালী থানায় ২৯ নভেম্বর একটি মামলা করেন, যেখানে ৩১ জনের নাম উল্লেখসহ আরও ১৫-১৬ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এছাড়া আলিফের ভাই খানে আলম আইনজীবীদের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে ১১৬ জনের বিরুদ্ধে আরেকটি মামলা করেন।

এর পাশাপাশি পুলিশের কাজে বাধা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনটি মামলা করেছে। এতে ৭৬ জনের নাম উল্লেখসহ আরও ১৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

সবশেষ গত মঙ্গলবার মোহাম্মদ উল্লাহ নামে এক ব্যক্তি ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতাসহ ২৯ জনকে আসামি করে আরেকটি মামলা দায়ের করেছেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

আজকের খেলা (১০ ডিসেম্বর, ২০২৪)

শ্রম আইনকে আইএলওর মানদণ্ডে নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

ইজতেমা মাঠে সংঘর্ষ, দুজনের মৃত্যুর তথ্য জানাল পুলিশ

পাকিস্তানে স্বর্ণের খনির সন্ধান : পাল্টে যেতে পারে অর্থনীতি

পাকিস্তানে স্বর্ণের খনির সন্ধান : পাল্টে যেতে পারে অর্থনীতি

হাসিনা কে নামানো ছাড়া আর কি যোগ্যতা আছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের?

হাসিনা কে নামানো ছাড়া আর কি যোগ্যতা আছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের?

মাসাতো কান্ডা এডিবির নতুন প্রেসিডেন্ট

ট্রাম্পের সাথে তর্কের পর জেলেনস্কিকে বুকে টেনে নিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, ‘অজ্ঞাত স্থানে’ মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ট্রাম্পের সাথে তর্কের পর জেলেনস্কিকে বুকে টেনে নিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, ‘অজ্ঞাত স্থানে’ মার্কিন ভাইস প্রেসিডেন্ট

নির্বাচনি রোডম্যাপের দাবিতে ১১ ফেব্রুয়ারি থেকে সারাদেশে সমাবেশের ঘোষণা বিএনপির

নির্বাচনি রোডম্যাপের দাবিতে ১১ ফেব্রুয়ারি থেকে সারাদেশে সমাবেশের ঘোষণা বিএনপির

ব্যয়বহুল ভ্রমণ করায় ইরানের ভাইস প্রেসিডেন্ট বরখাস্ত

ব্যয়বহুল ভ্রমণ করায় ইরানের ভাইস প্রেসিডেন্ট বরখাস্ত

বিশ্ব গ্লুকোমা দিবস

বিশ্ব গ্লুকোমা দিবস উদযাপিত, জনসচেতনতার ওপর জোর বিশেষজ্ঞদের