ভারত-পাকিস্তান উত্তেজনার প্রভাবে আকাশপথ ঝুঁকিপূর্ণ, রুট পরিবর্তন করেছে তিন আন্তর্জাতিক ফ্লাইট
ভারত-পাকিস্তান সীমান্তে সম্প্রতি সংঘটিত মিসাইল হামলার পর পরিস্থিতি অনিরাপদ হয়ে ওঠায় বাংলাদেশগামী অন্তত তিনটি আন্তর্জাতিক ফ্লাইট তাদের নির্ধারিত আকাশপথ পরিবর্তন করেছে। বুধবার সকাল থেকে এসব ডাইভার্টেড ফ্লাইট স্বাভাবিকভাবেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছতে শুরু করেছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
ডাইভার্ট হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে তুরস্কের তার্কিশ এয়ারলাইন্স (TK-712/713), যেটি পাকিস্তানের আকাশপথ এড়িয়ে ওমানের মাসকট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এছাড়া কুয়েত থেকে ছেড়ে আসা জাজিরা এয়ারওয়েজের (531/532) একটি ফ্লাইট দুবাইয়ে এবং (533/534) ফ্লাইটটি পুনরায় কুয়েতে ফিরে যায়। একইভাবে, কুয়েত এয়ারওয়েজের J-9533 ফ্লাইটটিও নিরাপত্তার কারণে গন্তব্য পরিবর্তন করে কুয়েতে ফিরে যায়।
শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, ভারত-পাকিস্তান আকাশপথ বর্তমানে অনিরাপদ বিবেচনায় থাকায় এ ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো। তবে বুধবার সকাল থেকে ডাইভার্টেড ফ্লাইটগুলো আবারও স্বাভাবিকভাবে ঢাকায় অবতরণ করতে শুরু করেছে এবং বিমানবন্দরের কার্যক্রমও এখন স্বাভাবিকভাবে চলছে।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পাল্টা জবাবে দিল্লি মঙ্গলবার গভীররাতে পাকিস্তানে হামলা চালায়। এর পর পাল্টা জবাবে পাকিস্তান ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করে। সংঘাতে পাকিস্তানের অন্তত ২৬ জন ও ভারতের ১০ জন নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা গেছে।
এ পরিস্থিতিতে নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় এয়ার অ্যারাবিয়া পাকিস্তানগামী যাত্রীদের জন্য টিকিট ইস্যু বন্ধ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি জানায়, শারজাহ থেকে পাকিস্তানের বিভিন্ন শহরে পরিচালিত ফ্লাইটগুলো আপাতত স্থগিত করা হয়েছে। বাংলাদেশ থেকে সরাসরি পাকিস্তানে ফ্লাইট না থাকায় অনেক যাত্রী শারজাহ হয়ে পাকিস্তান যেতেন। ট্রাভেল এজেন্সিগুলোকে পাঠানো বার্তায় এয়ার অ্যারাবিয়া জানায়, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত টিকিট বিক্রি স্থগিত থাকবে এবং পরবর্তী আপডেট যথাসময়ে জানানো হবে।