কোরবানির হাটে মোবাইল ক্লিনিক বসানোর ঘোষণা দিলেন প্রাণিসম্পদ উপদেষ্টা
আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে পশুর হাটে মোবাইল ভেটেরিনারি ক্লিনিক চালু করার ঘোষণা দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। শুক্রবার সকালে রাজশাহী সার্কিট হাউসে বিভাগীয় মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
তিনি বলেন, জেলা পর্যায়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানে পশুর হাটগুলোতে এসব মোবাইল ক্লিনিক চালু থাকবে, যেখানে ভেটেরিনারি সার্জনরা সরাসরি চিকিৎসা সেবা দেবেন। এছাড়া গবাদিপশুর পাশাপাশি মানুষেরও কিছু চিকিৎসা সেবা থাকা প্রয়োজন বলে উল্লেখ করেন উপদেষ্টা। হাটে যাতায়াতকারী মানুষের নিরাপত্তার বিষয়েও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু প্রবেশের বিষয়ে তিনি বলেন, কোরবানিকে ঘিরে কিছু অসাধু ব্যবসায়ী বাইরের গরু দেশে আনার চেষ্টা করতে পারে, যা বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিজিবি ও নৌপুলিশকে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিদ্যুৎ বিল কৃষিখাতের মতো হারে না হওয়ায় ছোট খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে ডিও লেটার পাঠানো হয়েছে বলে জানান ফরিদা আখতার। এছাড়া নারী খামারিদের জন্য বিশেষ প্রকল্প নেওয়ার কথাও তিনি জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ, রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. আনন্দ কুমার অধিকারী, মৎস্য অধিদপ্তরের পরিচালক মো. সাইফুদ্দিন ইয়াহিয়া, জেলা মৎস্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতোয়ার রহমান এবং প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আব্দুর রশিদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।