রবিবার, ১১ই মে, ২০২৫| ভোর ৫:১৯

মুস্তাফা জামান আব্বাসীর মৃত্যুতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের শোক প্রকাশ

প্রতিবেদক
staffreporter
মে ১০, ২০২৫ ১১:১৬ অপরাহ্ণ
মুস্তাফা জামান আব্বাসীর মৃত্যুতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের শোক প্রকাশ

মুস্তাফা জামান আব্বাসীর মৃত্যুতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের শোক প্রকাশ

বরেণ্য সংগীতশিল্পী, গবেষক ও লেখক মুস্তাফা জামান আব্বাসীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শনিবার দেওয়া এক শোকবার্তায় তিনি বলেন, একুশে পদকপ্রাপ্ত এই গুণী শিল্পীর সংগীত জগতে অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

প্রধান উপদেষ্টা প্রয়াত শিল্পীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, উপমহাদেশের খ্যাতনামা সংগীত পরিবারে জন্ম নেওয়া এই বহুমাত্রিক প্রতিভার অধিকারীর গান ও গবেষণা বাংলাদেশের সাংস্কৃতিক জগতে নতুন চিন্তা ও সৃষ্টির উৎস হিসেবে কাজ করবে।

উল্লেখ্য, মুস্তাফা জামান আব্বাসী ৮৭ বছর বয়সে আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ