রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ১০:৫৩

তামিমের আচরণ লজ্জাজনক, বললেন হেলস

প্রতিবেদক
staffreporter
জানুয়ারি ১০, ২০২৫ ১১:০৩ পূর্বাহ্ণ
তামিমের আচরণ লজ্জাজনক, বললেন হেলস

তামিমের আচরণ লজ্জাজনক, বললেন হেলস

তিক্ত অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশ ছাড়বেন অ্যালেক্স হেলস। বরিশালের বিপক্ষে ম্যাচ শেষে রংপুর রাইডার্সের এই ইংলিশ ক্রিকেটারের সঙ্গে বাদানুবাদে জড়ান বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। হেলসের অভিযোগ, তামিম তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন, যা তার জন্য লজ্জাজনক অভিজ্ঞতা।

হেলস বলেন, “এটা খুবই লজ্জাজনক। আমি জানি না কেন সে এটাকে ব্যক্তিগতভাবে নিয়েছে। সে এমন কিছু কথা বলেছে, যা আমাকে কষ্ট দিয়েছে। তবে এসব নিয়ে ভাবতে চাই না। সামনে এগিয়ে যেতে চাই।”

বিপিএলে হেলসের পারফরম্যান্স ছিল দারুণ। মাত্র ছয় ম্যাচে ২১৮ রান করেছেন তিনি, যেখানে একটি অপরাজিত ১১৩ রানের ইনিংস রয়েছে। তার স্ট্রাইক রেটও ছিল ১৫০-এর বেশি। নিজের পারফরম্যান্সে খুশি হেলস, তবে দলের টানা ছয় জয়ে তিনি আরও বেশি আনন্দিত।

হেলস বলেন, “এটা দারুণ অনুভূতি যে আমি রান পাচ্ছি, আর দলও দারুণ করছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে টানা ছয় ম্যাচ জেতা সহজ নয়। দলের স্কিলফুল বোলার, পেসার ও ব্যাটারদের পারফরম্যান্স অসাধারণ। এখানে খেলে ভালো লাগছে।”

বিপিএলের মান সম্পর্কে হেলস বলেন, “এবারের বিপিএল অনেক উন্নত। আগে স্পিনাররা রাজত্ব করতো, কিন্তু এখন পেসাররাও ভালো করছে। একজন ব্যাটার হিসেবে এবার বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি।”

বাংলাদেশি সমর্থকদের ভালোবাসায় মুগ্ধ হেলস বলেন, “এখানকার সমর্থকরা বিশ্বের অন্যতম সেরা। তারা সবসময় আমাদের সমর্থন করে। তাদের ধন্যবাদ জানাতে চাই।”

বিপিএল মিশন শেষে হেলস যোগ দেবেন আইএল টি-টোয়েন্টিতে। তবে বাংলাদেশের স্মৃতিগুলো তার হৃদয়ে রয়ে যাবে বলে জানান তিনি।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ