সারজিস আলম গণঅভ্যুত্থানের চেতনা রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য সারজিস বলেন, “হাসিনা ও তার দোসররা আমাদের ব্যর্থ করতে সব রকম চক্রান্ত করছে। যদি আমরা কোনোভাবে ব্যর্থ হই, তবে আমাদের কারোর অস্তিত্বই তিনি রাখবেন না।”
শনিবার ৩০ নভেম্বর ময়মনসিংহ নগরের টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে জুলাই অভ্যুত্থানে নিহত ৫৫ জন শহিদের পরিবারের সদস্যদের মাঝে পাঁচ লাখ টাকা করে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম আরও বলেন, “চক্রান্ত থেমে নেই। আপনাদের দোয়ায় বেঁচে থাকলে, শহিদ পরিবার এবং আহতদের সুরক্ষা নিশ্চিত করব। শহিদ পরিবার ও আহত ভাইদের কোনো দুর্দশা ভোগ করতে দেব না। এটি বাস্তবায়নে সময় লাগতে পারে, কিন্তু আমরা জীবন দিয়ে হলেও আপনাদের পাশে থাকব।”
তিনি আরও বলেন, “এই অভ্যুত্থানের চেতনা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। আমরা সরকারের গঠনমূলক সমালোচনা করব এবং প্রশাসনের কাজেও সহযোগিতা করব। যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, তাদের ভিডিও ফুটেজ ও ছবি দেখে বিচারের আওতায় আনতে হবে। বর্তমানে প্রশাসনে যারা আছেন, তাদেরও মনে রাখতে হবে—তারা আজ এই জায়গায় অভ্যুত্থানের কারণেই আছেন।”
সভাটি পরিচালনা করেন জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তিনি বলেন, “শহিদ পরিবারের দুঃখ-দুর্দশা দেখে কেউ নিশ্চিন্ত থাকতে পারে না। আমরা দেশের প্রতিটি মানুষ এই পরিবারগুলোর প্রতি ঋণী।”
দেশজগত, ডেস্ক নিউজ ।