বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫| বিকাল ৫:০৯

আর্দার গোল, কোর্তোয়ার দেয়াল—জয়ে ফেরার রাস্তায় রিয়াল মাদ্রিদ

প্রতিবেদক
staffreporter
এপ্রিল ২৪, ২০২৫ ১১:৩৫ পূর্বাহ্ণ
আর্দার গোল, কোর্তোয়ার দেয়াল—জয়ে ফেরার রাস্তায় রিয়াল মাদ্রিদ

আর্দার গোল, কোর্তোয়ার দেয়াল—জয়ে ফেরার রাস্তায় রিয়াল মাদ্রিদ

লা লিগার শিরোপা দৌড়ে একটুও হোঁচট খাওয়া মানেই বড় বিপদ। এমন এক পরিস্থিতিতে হেতাফের বিপক্ষে মাস্ট উইন ম্যাচে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। গুরুত্বপূর্ণ এই ম্যাচে তুর্কি তরুণ আর্দা গুলেরের একমাত্র গোল এবং থিবো কোর্তোয়ার দুর্দান্ত গোলকিপিংয়ে ১-০ ব্যবধানে জয় পায় লস ব্লাঙ্কোসরা।

এই জয়ের ফলে ৩৩ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট দাঁড়ায় ৭২। বার্সেলোনা আগেই মায়োর্কার বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছিল, তাদের পয়েন্ট এখন ৭৬। শিরোপা লড়াইয়ের ব্যবধান তাই চারেই রয়ে গেছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১১ মে’র এল ক্লাসিকোই হয়ে উঠতে পারে লা লিগার শিরোপা নির্ধারক।

আসন্ন কোপা দেল রে ফাইনাল এবং মৌসুমের শেষ দিকের ব্যস্ত সূচি মাথায় রেখে হেতাফের বিপক্ষে ম্যাচে প্রথম একাদশে একাধিক নিয়মিত খেলোয়াড়কে বিশ্রাম দেন কোচ কার্লো আনচেলত্তি। শুরু থেকেই একাদশে ছিলেন না এমবাপে, বেলিংহাম, রদ্রিগো, রুডিগার, কামাভিঙ্গা, মদ্রিচ কিংবা সেবায়োস। তাদের জায়গায় সুযোগ পান তরুণ ফুটবলার এনড্রিক, গুলের ও ব্রাহিম দিয়াজ।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় রিয়াল মাদ্রিদ। একের পর এক আক্রমণ গড়লেও গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় ২৬ মিনিট পর্যন্ত। বক্সের বাইরে থেকে পাওয়া বলে দারুণ নিয়ন্ত্রণ নিয়ে প্রায় ২০ গজ দূর থেকে জোরালো শটে বল জালে পাঠান আর্দা গুলের। রিয়াল এগিয়ে যায় ১-০ ব্যবধানে।

৩২তম মিনিটে ব্যবধান বাড়াতে পারতেন এনড্রিক। ভিনিসিয়ুসের সঙ্গে ওয়ান-টু কম্বিনেশনে দুর্দান্ত শট নিয়েছিলেন তিনি। হেতাফের গোলরক্ষক সরিয়া প্রথম শট ঠেকিয়ে দেন, ফিরতি বল প্রায় জাল ছুঁয়ে ফেলছিল, কিন্তু শেষ মুহূর্তে এক ডিফেন্ডার গোললাইন থেকে বল ক্লিয়ার করে দেন।

দ্বিতীয়ার্ধে হেতাফেও গোল শোধের সুযোগ পায়। ৫৮তম মিনিটে আলভারো রদ্রিগেসের হেড একটুর জন্য চলে যায় ক্রসবারের ওপর দিয়ে। এরপর হেতাফের কয়েকটি আক্রমণ রিয়াল ডিফেন্সে ভাঙন ধরাতে পারত, কিন্তু গোলরক্ষক থিবো কোর্তোয়ার দেয়াল টপকানো সহজ ছিল না। একের পর এক অসাধারণ সেভ করে দলের জয়ের নায়ক হয়ে ওঠেন তিনি। শেষ পর্যন্ত তিনিই হয়েছেন ম্যাচ সেরা।

এই জয়ে আবারও শিরোপার পথে নিজেদের শক্ত অবস্থানে রেখে দিয়েছে রিয়াল মাদ্রিদ। তবে সামনে রয়েছে আরও কঠিন চ্যালেঞ্জ, যার বড় পরীক্ষা হতে চলেছে এল ক্লাসিকোর মঞ্চে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি