রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন প্রতিভাবান ডিফেন্ডার ডিন হুইজসেন
ইউরোপীয় ফুটবলে গ্রীষ্মকালীন দলবদল শুরু না হতেই তারকাদের কেনাবেচায় সরব হয়ে উঠেছে বড় ক্লাবগুলো। এবার তরুণ ডিফেন্ডার ডিন হুইজসেনকে দলে টানতে সফল হয়েছে রিয়াল মাদ্রিদ। মাত্র ১৯ বছর বয়সেই দারুণ পারফরম্যান্স দেখিয়ে আলোচনায় উঠে আসা হুইজসেনকে পেতে আগ্রহী ছিল ইংলিশ জায়ান্ট লিভারপুল, আর্সেনাল ও চেলসি। শেষ পর্যন্ত রিয়ালই এই লড়াইয়ে এগিয়ে গেল।
‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছে, প্রিমিয়ার লিগ ক্লাব বোর্নমাউথের হয়ে খেলা হুইজসেন রিয়াল মাদ্রিদের সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত ছয় বছরের চুক্তিতে রাজি হয়েছেন। ট্রান্সফার ফি হিসেবে রিয়াল মাদ্রিদ তাকে নিতে দিচ্ছে ৫০ মিলিয়ন ইউরো, যা পরিশোধ হবে তিন কিস্তিতে। ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর বরাত দিয়ে জানা গেছে, চুক্তির আগে হুইজসেন ইতোমধ্যেই লন্ডনে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করেছেন।
স্প্যানিশ বংশোদ্ভূত এই ডিফেন্ডার মালাগার বয়সভিত্তিক দলে ছয় বছর কাটানোর পর পেশাদার ক্যারিয়ার শুরু করেন জুভেন্তাসে। তবে সেখানে সিরি আ’তে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পান। পরে ধারে খেলেন রোমায়। এরপর বোর্নমাউথ তাকে ২০২৪ সালের গ্রীষ্মে ১৫ মিলিয়ন ইউরোতে দলে নেয়, যেখানে তিনি দ্রুতই নিজেকে প্রমাণ করেন। চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ২৫টি ম্যাচে শুরুর একাদশে ছিলেন, গোল করেছেন ৩টি এবং করিয়েছেন ১টি। তার পাসিং অ্যাকুরেসি ৮৪ শতাংশ এবং ট্যাকল সফলতার হার ৭২ শতাংশের বেশি।
নতুন কোচ জাবি আলোনসোর অধীনে রিয়াল মাদ্রিদের অন্যতম প্রধান টার্গেট ছিলেন হুইজসেন। গত মৌসুমে ডিফেন্স নিয়ে ভুগেছে ক্লাবটি, তাই নতুন মৌসুম শুরুর আগেই রক্ষণভাগ মজবুত করতে মরিয়া রিয়াল। ইংলিশ ডিফেন্ডার ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ডকেও ফ্রি-এজেন্ট হিসেবে নেওয়ার পথে আছে ক্লাবটি। আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় থাকা এই ট্রান্সফারের পর হুইজসেন হচ্ছেন দ্বিতীয় বড় সংযোজন।
ক্লাব বিশ্বকাপ আসন্ন হওয়ায় রিয়াল মাদ্রিদ চায়, যত দ্রুত সম্ভব দল গুছিয়ে ফেলতে। সেই পরিকল্পনার বড় অংশ হিসেবেই দেখা হচ্ছে হুইজসেনকে। তরুণ হলেও তার পারফরম্যান্স ও পরিসংখ্যান তাকে ইউরোপের সেরা সম্ভাবনাময় ডিফেন্ডারদের একজন করে তুলেছে। এখন শুধু সময়ের অপেক্ষা, কখন আনুষ্ঠানিকভাবে সান্তিয়াগো বার্নাব্যুর জার্সিতে দেখা যাবে এই প্রতিভাবান ফুটবলারকে।