সড়ক দুর্ঘটনায় ইসলামিক ফাউন্ডেশনের দুইজন নিহত
ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের খুলনার কয়রা উপজেলার সাধারণ কেয়ারটেকার মোহাম্মদ আব্দুর রশিদ ও সহজ কোরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষক মোহাম্মদ মইনুর ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার খুলনায় বেতন ভাতার দাবিতে আয়োজিত আন্দোলনে অংশ নিতে যাওয়ার পথে ডুমুরিয়ায় এ দুর্ঘটনা ঘটে। তাদের মৃত্যুতে ইসলামিক ফাউন্ডেশন পরিবার গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।
এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হন। আহতরা হলেন—খুলনা কয়রার কেয়ারটেকার মনিরুজ্জামান, শিক্ষক হাফেজ ইউনুস আলী ও আব্দুস সাত্তার।
ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মন্তব্য করুন