৪ পদ রেখে জাতীয় নাগরিক কমিটির সব সেল বিলুপ্তি
জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া শুরুর পর সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সব সেল এবং অন্যান্য কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে। বুধবার সংগঠনের ১১তম সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সংগঠনটির মুখপাত্র সামান্তা শারমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, এই বিলুপ্তির আওতায় আসছে সব সেল, নির্বাহী কমিটি, সার্চ কমিটি এবং অন্যান্য অর্গানোগ্রাম। তবে সংগঠনের চারটি মূল পদ — আহ্বায়ক, সদস্যসচিব, মুখপাত্র, এবং মুখ্য সংগঠক — বহাল রাখা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যারা আসন্ন রাজনৈতিক দলে যোগদান করবেন, তাদের পদ আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকবে। তবে, ২৮ ফেব্রুয়ারির পর দল ঘোষণার সঙ্গে সঙ্গে যারা নতুন দলে যোগ দেবেন, তাদের জাতীয় নাগরিক কমিটির সদস্যপদ বাতিল হয়ে যাবে। যারা দলে যোগ দেবেন না, তাদের সদস্যপদ চলমান থাকবে।
এছাড়া, আহ্বায়ক, সদস্যসচিব, মুখপাত্র এবং মুখ্য সংগঠক আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে পরবর্তী ১৫ দিন পর্যন্ত অনানুষ্ঠানিকভাবে নিজেদের দায়িত্ব পালন করবেন। তবে এই পদগুলির দায়িত্ব পালনের ক্ষেত্রে আনুষ্ঠানিক কোনো কমিটি বা সেল থাকবে না।
এই পদক্ষেপটি সংগঠনটির নতুন রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্যে নেওয়া হয়েছে এবং সদস্যরা নতুন দলের সঙ্গে একত্রিত হয়ে নিজেদের ভবিষ্যত পরিকল্পনা বাস্তবায়নে অংশ নেবেন।