মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫| সকাল ৭:০৭

ভারত-পাকিস্তান উত্তেজনা: সীমান্তবর্তী জেলাগুলোর পুলিশ সুপারদের সতর্ক করলেন আইজিপি

প্রতিবেদক
staffreporter
মে ৮, ২০২৫ ১:২৪ অপরাহ্ণ
ভারত-পাকিস্তান উত্তেজনা: সীমান্তবর্তী জেলাগুলোর পুলিশ সুপারদের সতর্ক করলেন আইজিপি

ভারত-পাকিস্তান উত্তেজনা: সীমান্তবর্তী জেলাগুলোর পুলিশ সুপারদের সতর্ক করলেন আইজিপি

ভারত-পাকিস্তান সংঘাতের প্রেক্ষাপটে বাংলাদেশের নিরাপত্তা যেন কোনোভাবে বিঘ্নিত না হয়, সে বিষয়ে সীমান্তবর্তী জেলার পুলিশ সুপারদের সতর্কবার্তা দিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম। বুধবার রাজধানীর গুলশানে বাংলাদেশ শ্যুটিং স্পোর্টস ফেডারেশনে আইজিপি কাপ-২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ বার্ষিক শ্যুটিং প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। ছয়টি ইভেন্টে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং রানার্সআপ হয় স্পেশাল ব্রাঞ্চ (এসবি)। পুরুষ বিভাগে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন এসবির নায়েক তানজীব হোসেন খন্দকার এবং নারী বিভাগে একই খেতাব পান কনস্টেবল রুনা আক্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইজিপি বাহারুল আলম বিপিএম এবং সভাপতিত্ব করেন পিবিআই-এর অতিরিক্ত আইজিপি ও বাংলাদেশ পুলিশ শুটিং ক্লাবের সভাপতি মো. মোস্তফা কামাল। অংশগ্রহণ করেন পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিটের শ্যুটার ও কর্মকর্তারা।

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ভারতের সাথে বাংলাদেশের ৩০টি এবং মিয়ানমারের সাথে ৩টি সীমান্তবর্তী জেলা রয়েছে। ভারত-পাকিস্তান চলমান উত্তেজনার কারণে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি যেন বাংলাদেশে ছড়িয়ে না পড়ে, সেজন্য সংশ্লিষ্ট জেলাগুলোর পুলিশ সুপারদের পূর্ব থেকেই সতর্কবার্তা দেওয়া হয়েছে। তিনি জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত