মঙ্গলবার, ২০শে মে, ২০২৫| রাত ১:৫২

নির্বাচন ব্যবস্থার সংস্কার দাবি সিপিবি’র

প্রতিবেদক
staffreporter
মে ১৯, ২০২৫ ৯:১৮ অপরাহ্ণ
নির্বাচন ব্যবস্থার সংস্কার দাবি সিপিবি’র

নির্বাচন ব্যবস্থার সংস্কার দাবি সিপিবি’র

নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে উল্লেখ করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, আমূল সংস্কার ছাড়া নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনা যাবে না। তিনি বলেন, জনগণ জানতে চায় তারা ভোট দিতে পারবে কি না, ভোটে দাঁড়ানোর অধিকার থাকবে কি না, প্রশাসনিক কারসাজি হবে কি না বা সাম্প্রদায়িক প্রচারে ভোট বিভ্রান্ত হবে কি না।

সোমবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বিকেল ৩টা থেকে শুরু হওয়া আলোচনায় তিনি নেতৃত্ব দেন দলের সাত সদস্যের প্রতিনিধিদলের।

প্রিন্স জানান, নির্বাচন, সংবিধান, বিচার ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ ও দুর্নীতি দমন ব্যবস্থার পাশাপাশি স্বাস্থ্য ও নারী-সংস্কার কমিশন নিয়েও আলোচনা হতে পারে। এসব প্রস্তাব জনস্বার্থে আনা গেলে তা ভবিষ্যতের জন্য ইতিবাচক হবে বলে মনে করেন তিনি।

তিনি বলেন, সংস্কারের বিষয়গুলো জনগণের সামনে আনলে এবং জনগণ মনে করে সেগুলো তাদের সঙ্গে সম্পর্কিত, তাহলে সেগুলোর বাস্তবায়নে অগ্রগতি সম্ভব হবে।

প্রিন্স আরও বলেন, নির্বাচন ব্যবস্থার সংস্কার বিষয়ে যেসব সুপারিশ পূর্ণাঙ্গ প্রতিবেদনে আছে, তা প্রশ্নমালায় না থাকায় বিভ্রান্তি তৈরি হয়েছে। গণমাধ্যমের মাধ্যমে জনগণ এসব জানতে পারলে মতামত দেওয়ার সুযোগ পাবে।

তিনি জানান, জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবগুলোর অনেকগুলোর সঙ্গে সিপিবির দ্বিমত রয়েছে, তবে আলোচনায় সৌহার্দ্য বজায় ছিল, যা গণতন্ত্রের সৌন্দর্য বলেই তিনি মনে করেন। তিনি বলেন, একইভাবে পুরো দেশকে আলোচনার পথে আনা গেলে গণতন্ত্রের অগ্রগতি সম্ভব।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত