মঙ্গলবার, ২০শে মে, ২০২৫| রাত ৩:৫৮

পুলিশে ১২ কর্মকর্তার পদোন্নতি

প্রতিবেদক
staffreporter
মে ১৯, ২০২৫ ৯:১৬ অপরাহ্ণ
পুলিশে ১২ কর্মকর্তার পদোন্নতি

পুলিশে ১২ কর্মকর্তার পদোন্নতি

পুলিশ বাহিনীর ১২ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি, গ্রেড-২) পদে পদোন্নতি দিয়েছে সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. তৌহিদ বিন হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সুপিরিয়র সিলেকশন বোর্ডের সুপারিশের ভিত্তিতে প্রধান উপদেষ্টা এসব পদোন্নতি অনুমোদন করেছেন।

পদোন্নতিপ্রাপ্তরা হলেন—মোহাম্মদ গোলাম রসুল, একেএম আওলাদ হোসেন, মো. আকরাম হোসেন, হাসিব আজিজ, গাজী জসিম উদ্দিন, আবু নাসের মোহাম্মদ খালেদ, মো. রেজাউল করিম, খন্দকার রফিকুল ইসলাম, মো. মোস্তফা কামাল, মোসলেহ উদ্দিন আহমদ, মো. ছিবগাত উল্লাহ এবং সরদার নুরুল আমিন।

এদের কেউ পুলিশ সদর দফতরে, কেউ মহানগর পুলিশ কমিশনার হিসেবে, আবার কেউ বিশেষ ইউনিট বা পুলিশ হাসপাতালের নেতৃত্বে দায়িত্ব পালন করছিলেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ