সব জল্পনার মাঝেও শক্ত বন্ধনে অভিষেক-ঐশ্বরিয়া দম্পতি
বচ্চন পরিবারের অন্যতম তারকা জুটি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনকে ঘিরে নেটদুনিয়ায় বহুদিন ধরেই নানা আলোচনা-সমালোচনা চলছে। কখনও শোনা গেছে বিচ্ছেদের গুঞ্জন, কখনও সম্পর্কের দূরত্ব নিয়ে উঠেছে প্রশ্ন। তবে সেইসব জল্পনায় ইতি টানতে এক সাক্ষাৎকারে অভিষেক স্পষ্টভাবে জানান, “এখনও তো এই আংটিটা পরে রয়েছি। যদি কিছু ঘটত, নিশ্চয়ই আপনারা আগে জানতে পারতেন।” এই কথাতেই বুঝিয়ে দেন, সম্পর্কের ভিত এখনো মজবুত।
এই যুগে যখন একের পর এক তারকা দাম্পত্যে ভাঙনের খবর আসছে, তখন অভিষেক-ঐশ্বরিয়ার সম্পর্ককে অনেকেই ‘অসম বিবাহ’ বললেও, তাদের বন্ধন বরং আরও দৃঢ় হয়েছে সময়ের সঙ্গে। বর্তমানে ঐশ্বরিয়া বড় পর্দায় খুব একটা সক্রিয় না থাকলেও, অভিষেক কাজ করছেন পরিণত চরিত্রে। সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘ঘুমর’। এই ছবির প্রচারে গিয়ে ব্যক্তিগত জীবন নিয়েও অকপটে কথা বলেন তিনি।
এক প্রশ্নে অভিষেক বলেন, কীভাবে ঐশ্বরিয়া তাকে মানসিকভাবে স্থির থাকতে সাহায্য করেন। তিনি স্বীকার করেন, জ্যামে আটকে গেলেও রেগে যান, আর সেই সময় স্ত্রী ঐশ্বরিয়া বলেন, “এত রাগ কিসের? ভাবার মতো আরও অনেক কিছু আছে তোমার জীবনে। পরিবার আছে, সবাই সুস্থ আছে—এর বেশি আর কী চাই?” এই কথাগুলোই নাকি তাকে ভারসাম্য খুঁজে পেতে সাহায্য করে।
অভিষেক জানান, ঐশ্বরিয়ার এই সহজ অথচ গভীর কথাই তার বড় শক্তি। এমনকি করোনার কঠিন সময়েও ঐশ্বরিয়াই পুরো পরিবারকে আগলে রেখেছিলেন, ছিলেন একমাত্র মানসিক বল। এসব থেকেই স্পষ্ট, জনসমক্ষে যতই আলোচনা থাকুক না কেন, বাস্তবে অভিষেক-ঐশ্বরিয়ার সম্পর্ক আজও দৃঢ় এবং শ্রদ্ধাময়।