সোমবার, ১০ই মার্চ, ২০২৫| রাত ১১:১৯

কারাগারে আ.লীগের লিফলেট বিতরণ করা সেই শিক্ষা ক্যাডার

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ৫, ২০২৫ ৪:৩৫ অপরাহ্ণ
কারাগারে আ.লীগের লিফলেট বিতরণ করা সেই শিক্ষা ক্যাডার

কারাগারে আ.লীগের লিফলেট বিতরণ করা সেই শিক্ষা ক্যাডার

লালমনিরহাটের আলোচিত বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মুকিব মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আওয়ামী লীগের লিফলেট বিতরণ করার অভিযোগে পুলিশ তাকে আটক করেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর এই তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মুকিবকে গ্রেপ্তার করে শাহবাগ থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে সরকারবিরোধী একটি মামলায় মঙ্গলবার আদালতে হাজির করা হলে, আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মুকিব মিয়া লালমনিরহাটের পাটগ্রামের সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক। তিনি বিসিএস শিক্ষা ক্যাডারের ৩১তম ব্যাচের কর্মকর্তা। এছাড়া, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং ছাত্রলীগের সোহাগ-নাজমুল কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ছিলেন।

গত শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে লিফলেট বিতরণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এই ঘটনা নিয়ে আলোচনার সৃষ্টি হয়। এরপর থেকেই পুলিশ তাকে খুঁজতে থাকে।

অতিরিক্তভাবে, মুকিব মিয়া শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরে (ডিআইএ) ১০ বছর কাজ করেছেন এবং সেখানে তিনি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে নিয়মিত অংশগ্রহণ করতেন। তার বিরুদ্ধে শিক্ষকদের ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত