বুধবার, ১৬ই এপ্রিল, ২০২৫| বিকাল ৩:১৩

নাসা প্রতিযোগিতায় অংশ নিতে প্রস্তুতির সেমিনার করলো ‘ড্রিমস অব বাংলাদেশ’

প্রতিবেদক
staffreporter
এপ্রিল ৭, ২০২৫ ২:০৭ অপরাহ্ণ
নাসা প্রতিযোগিতায় অংশ নিতে প্রস্তুতির সেমিনার করলো ‘ড্রিমস অব বাংলাদেশ’

নাসা প্রতিযোগিতায় অংশ নিতে প্রস্তুতির সেমিনার করলো ‘ড্রিমস অব বাংলাদেশ’

আমেরিকার মিশিগান স্টেটে উদ্ভাবনী রোভারের কার্যক্ষমতা এবং নাসা প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তুতি নিয়ে এক সেমিনারের আয়োজন করেছে বাংলাদেশি প্রতিনিধিদল ‘ড্রিমস অব বাংলাদেশ’। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে মেডিসন হাইটস শহরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মিশিগান কার্যালয়ে অনুষ্ঠিত এ সেমিনারে বাংলাদেশি কমিউনিটির সদস্যদের পাশাপাশি অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সেমিনারে সভাপতিত্ব করেন চবি অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মঈন দিপু এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি লুৎফুর রহমান। এতে রোভার তৈরির প্রযুক্তিগত দিক নিয়ে বক্তব্য দেন প্রতিনিধি দলের কোচ মো. মঈনউদ্দীন এবং দলনেতা মাহাদীর ইসলাম। এ সময় তাদের তৈরি ‘মাইরেজ’ নামের মুন রোভারটি সরাসরি প্রদর্শন করা হয়।

‘ড্রিমস অব বাংলাদেশ’-এর ১২ সদস্যের এই প্রতিনিধি দল নাসা আয়োজিত ‘হিউম্যান এক্সপ্লোরেশন রোভার চ্যালেঞ্জ ২০২৫ (এইচইআরসি)’ প্রতিযোগিতায় অংশ নিতে যুক্তরাষ্ট্রে এসেছে। প্রতিযোগিতার মূল পর্ব অনুষ্ঠিত হবে ১১ ও ১২ এপ্রিল। দলের সদস্যরা সবাই বাংলাদেশের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী।

বিশ্বের ৭৫টি দলের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে তারা। হিউম্যান পাওয়ার এবং রিমোট কন্ট্রোল—এই দুই বিভাগে অনুষ্ঠিতব্য চ্যালেঞ্জে ‘ড্রিমস অব বাংলাদেশ’ রিমোট কন্ট্রোল ডিভিশনে যুক্তরাষ্ট্র, জার্মানি, থাইল্যান্ড ও ব্রাজিলসহ বিশ্বের নানা দেশের ২৫টি দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি