অভিনেতা না হলে ট্যুর গাইড হতেন বিক্রম চ্যাটার্জি
সিরিয়াল থেকে শুরু করে সিনেমা—বিভিন্ন মাধ্যমে নানা চরিত্রে অভিনয় করে ইতোমধ্যে নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা বিক্রম চ্যাটার্জি। সদ্য মুক্তি পাওয়া ‘দুর্গাপুর জংশন’ ছবিতে তাকে দেখা গেছে এক পুলিশ অফিসারের চরিত্রে, যেখানে মরণব্যাধির মতো ছড়িয়ে পড়া ওষুধ নির্ভরতার প্রেক্ষাপটে এক মর্মান্তিক গল্প তুলে ধরা হয়েছে। এই ছবিতে বহুদিন পর আবারও পর্দায় ফিরেছেন স্বস্তিকা মুখার্জির সঙ্গে জুটি বেঁধে, আর দর্শকদের চোখে পড়েছে তাদের ‘দাবাং’ স্টাইলের কেমিস্ট্রি।
তবে অভিনয়ের বাইরে বিক্রম চ্যাটার্জির আরেকটি বড় আগ্রহ রয়েছে—ভ্রমণ। বিশেষ করে পাহাড়ের প্রতি তার প্রেম যেন শেষ হওয়ার নয়। নিজের এই ভালোবাসার কথা স্বীকার করে তিনি বলেন, “আমি পাহাড়ের প্রেমে বারবার পড়ি। আমার মতো যদি আরও কয়েকজনকে সেই পাহাড় দেখাতে পারি, তাহলে সেটা হবে খুব আনন্দের।”
এই ভালোবাসা থেকেই ছোটবেলা থেকেই তার একটা ইচ্ছা ছিল ট্যুর গাইড হওয়ার। অভিনেতা না হলে পেশা হিসেবে বেছে নিতেন ভ্রমণ-সংক্রান্ত কোনো কিছু। পাহাড়ে ঘুরতে যাওয়ার সুযোগ পেলে বিক্রম শুধু ভ্রমণ উপভোগ করেন না, বরং সেসব জায়গা নিয়ে ভিন্নভাবে চিন্তা করেন, অনুভব করেন। তার মতে, পাহাড় দেখার যে চোখ, তা অন্যদের সাথেও ভাগ করে নেওয়ার আনন্দই আলাদা।
এই ভাবনা থেকেই স্পষ্ট, বিক্রম চ্যাটার্জির পছন্দের জগত শুধুই অভিনয়ে সীমাবদ্ধ নয়। প্রকৃতি ও পাহাড়ের টানে তার ভেতরেও রয়েছে এক ভ্রমণপিপাসু হৃদয়, যেটা মাঝেমধ্যেই অভিনয়ের বাইরে তাকেও অন্যরকম করে তোলে।