শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫| সকাল ৬:০৭

ব্যয়বহুল ভ্রমণ করায় ইরানের ভাইস প্রেসিডেন্ট বরখাস্ত

প্রতিবেদক
staffreporter
এপ্রিল ৬, ২০২৫ ৪:২৭ অপরাহ্ণ
ব্যয়বহুল ভ্রমণ করায় ইরানের ভাইস প্রেসিডেন্ট বরখাস্ত

ব্যয়বহুল ভ্রমণ করায় ইরানের ভাইস প্রেসিডেন্ট বরখাস্ত

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শনিবার (৫ এপ্রিল) সংসদ বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সারাম দাবিরিকে বরখাস্ত করেছেন। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে সারাম দাবিরির ব্যয়বহুল ভ্রমণ নিয়ে সৃষ্ট বিতর্ক।

সম্প্রতি সামাজিক মাধ্যমে সারাম দাবিরি ও তার স্ত্রীর কিছু ছবি ভাইরাল হয়। এই ছবিতে দেখা গেছে, ইরানি নতুন বছরের সময় তিনি আর্জেন্টিনা ও অ্যান্টার্টিকা মহাদেশে ঘুরতে গিয়েছিলেন। ছবিগুলোতে তাকে ‘প্ল্যানসিয়াস’ নামের একটি বিলাসবহুল প্রমোদতরীর সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই জাহাজে চড়ে অ্যান্টার্টিকা ভ্রমণের জন্য একজনের খরচ পড়ে ৩ হাজার ৮৮৫ ইউরো, যা বাংলাদেশি টাকায় ৫ লাখের বেশি। এমন সময়ে এই ভ্রমণের ছবি প্রকাশ্যে আসায় ইরানের সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

ইরান এখন অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দেশে দারিদ্র্যের হার বেশি। একটি চার সদস্যের পরিবারের গড় মাসিক আয় মাত্র ২০০ ডলার, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ২৫ হাজার। এমন পরিস্থিতিতে একজন শীর্ষ কর্মকর্তার বিলাসবহুল ভ্রমণ জনগণের মনে ক্ষোভ জন্ম দিয়েছে। সামাজিক মাধ্যমে অনেকে বলছেন, “আমরা যখন দুই বেলা খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছি, তখন তিনি অ্যান্টার্টিকায় ঘুরছেন!”

এই সমালোচনার মুখে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দ্রুত পদক্ষেপ নেন। একটি সরকারি বিজ্ঞপ্তিতে তিনি বলেন, “সারাম দাবিরি যদি ব্যক্তিগত খরচেও এই ভ্রমণ করেন, তবু এটি মেনে নেওয়া যায় না। আমাদের দেশের মানুষ যখন দুর্দশায়, অর্থনীতির ওপর চাপ যখন তীব্র, তখন এমন আচরণ কোনোভাবেই ন্যায়সঙ্গত নয়।” এই বক্তব্যে তিনি জনগণের পাশে থাকার বার্তা দিয়েছেন।

সারাম দাবিরি এই বিতর্কে এখনো প্রকাশ্যে কিছু বলেননি। তবে তার দপ্তরের এক কর্মকর্তা গত ২৫ মার্চ রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনাকে বলেন, “এই ছবিগুলো এ বছরের নয়, গত বছরের। তখন তিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন না।” কিন্তু এই ব্যাখ্যা জনগণের ক্ষোভ কমাতে পারেনি।

৬৪ বছর বয়সী সারাম দাবিরি পেশায় একজন চিকিৎসক ছিলেন। তিনি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। গত বছরের আগস্টে মাসুদ তাকে সংসদ বিষয়ক ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেন। কিন্তু এই ভ্রমণ কেলেঙ্কারির পর প্রেসিডেন্টের কাছের লোকজনই তার বরখাস্তের দাবি তুলেছেন। একজন সূত্র জানান, “এটি সরকারের ভাবমূর্তির জন্য ক্ষতিকর। তাই তাকে সরানো ছাড়া উপায় ছিল না।”

এর আগে ২০২০ সালে সারাম দাবিরি অর্থ সংক্রান্ত একটি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। পরে সেই মামলা তুলে নেওয়া হয়। তবে এবারের ঘটনায় তার রাজনৈতিক ক্যারিয়ারে বড় ধাক্কা লেগেছে।

সামাজিক মাধ্যমে ভাইরাল ছবিতে দেখা গেছে, সারাম তার স্ত্রীসহ অ্যান্টার্টিকায় বরফের মধ্যে দাঁড়িয়ে হাসছেন। ‘প্ল্যানসিয়াস’ নামের এই প্রমোদতরী ২০০৯ সাল থেকে বিলাসবহুল ভ্রমণের জন্য পরিচিত। এমন একটি ভ্রমণের খরচ দেখে অনেকে বলছেন, “এই টাকায় গ্রামের শত শত পরিবারের এক মাসের খাবার হয়ে যেত।”

ইরানের অর্থনৈতিক সংকটের মধ্যে এই ঘটনা সরকারের জন্যও অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। জনগণের একাংশ বলছে, “শুধু বরখাস্ত নয়, তার সম্পদের উৎসও খতিয়ে দেখা উচিত।” প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের এই সিদ্ধান্তকে অনেকে স্বাগত জানালেও, সরকারের ওপর জনগণের ভরসা ফেরাতে এটি যথেষ্ট কিনা, তা নিয়ে প্রশ্ন উঠছে।

ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, এই বরখাস্তের ঘটনা দেশটির রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সারাম দাবিরির ভবিষ্যৎ এখন অনিশ্চিত। তবে এই ঘটনা ইরানের সাধারণ মানুষের কষ্টের সঙ্গে শীর্ষ কর্মকর্তাদের জীবনযাত্রার বৈপরীত্য তুলে ধরেছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
সংলাপে না বসে কেন ফিরলেন অলি, জানালো এলডিপি

সংলাপে না বসে কেন ফিরলেন অলি, জানালো এলডিপি

জার্মানির সতর্কবার্তা: গাজা ফিলিস্তিনিদের, দখল মেনে নেওয়া হবে না

জার্মানির সতর্কবার্তা: গাজা ফিলিস্তিনিদের, দখল মেনে নেওয়া হবে না

জাতীয় শহীদ সেনা দিবসে সামরিক কবরস্থানে স্বরাষ্ট্র উপদেষ্টা ও তিন বাহিনী প্রধানের শ্রদ্ধা

জাতীয় শহীদ সেনা দিবসে সামরিক কবরস্থানে স্বরাষ্ট্র উপদেষ্টা ও তিন বাহিনী প্রধানের শ্রদ্ধা

জনসংযোগ

‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে দেশব্যাপী পাঁচ দিনের জনসংযোগ শুরু কাল

যমুনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি: জিএম পদে একাধিক জনবল নিয়োগ

ইতিহাসের এই দিনে (১৮ এপ্রিল, ২০২৫)

ইতিহাসের এই দিনে (২৩ ডিসেম্বর, ২০২৪)

জামায়াত

‘এবার নাচ-গান হাসি-ঠাট্টা আর মূর্খের সংসদ হবে না’ – জামায়াত আমির

আইএমএফ নয়, ট্যাক্স-জিডিপি অনুপাত বাড়ানোর কারণেই ভ্যাট বৃদ্ধি : প্রেস উইং

আইএমএফ নয়, ট্যাক্স-জিডিপি অনুপাত বাড়ানোর কারণেই ভ্যাট বৃদ্ধি : প্রেস উইং

ড. ইউনূসের সঙ্গে বৈঠক নিয়ে ফেসবুকে যা লিখলেন মোদি

ড. ইউনূসের সঙ্গে বৈঠক নিয়ে ফেসবুকে যা লিখলেন মোদি

জন কেনেডিসহ তিন গুপ্তহত্যার নথি প্রকাশের নির্দেশ ট্রাম্পের

জন কেনেডিসহ তিন গুপ্তহত্যার নথি প্রকাশের নির্দেশ ট্রাম্পের