ভারত-পাকিস্তান হামলার মধ্যে ইসলামাবাদে হাসপাতালগুলোতে উচ্চ সতর্কতা, ৪৬টি আশ্রয় কেন্দ্র স্থাপন
ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান হামলা-পাল্টা হামলার প্রেক্ষাপটে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সব হাসপাতালের জন্য উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এই সতর্কতা জারি করা হয়েছে শনিবার রাতভর ভারত-পাকিস্তান সৈন্যদের পাল্টাপাল্টি হামলার পর, যা আরও উত্তেজনা সৃষ্টি করেছে।
ইসলামাবাদের ডেপুটি কমিশনার (ডিসি) ইরফান মেমন জানিয়েছেন, সম্ভাব্য যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় শহরের ১৯টি হাসপাতালে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং নতুন করে ২ হাজার ৩৮৯টি অতিরিক্ত শয্যা বরাদ্দ করা হয়েছে। তিনি জানান, শহরের সব হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ, রক্ত ও অক্সিজেনের সরবরাহ নিশ্চিত করার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
এছাড়া, নাগরিকদের জন্য ইসলামাবাদে ৪৬টি আশ্রয় কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং বেসামরিক প্রতিরক্ষা বিভাগের ৪৪৬ জন স্বেচ্ছাসেবী ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। জরুরি সাইরেনও ৪৮টি বহুতল ভবনে স্থাপন করা হয়েছে যাতে পরিস্থিতি মোকাবিলা করতে সহায়ক হয়।
এদিকে, পাকিস্তান সেনাবাহিনী ভারতের তিনটি বিমানঘাঁটি লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে বলে দাবি করেছে, এর পর পাকিস্তান তাদের ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’ নামে পাল্টা অভিযান শুরু করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই হামলার ব্যাপারে নিশ্চিত করেছেন এবং বলেছেন, ভারতের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা সত্ত্বেও পাকিস্তান চরম সংযম দেখিয়েছে।
শেহবাজ শরিফ আরও জানান, তাদের বাহিনী ভারতীয় আগ্রাসনের উপযুক্ত জবাব দিয়েছে এবং নিরীহ মানুষের রক্তের বদলা নেওয়া হয়েছে।