রেস্তোরাঁ খোলায় ব্যস্ত অভিনেতারা, কাজের অভাব নাকি প্যাশনের তাগিদ?
শোবিজ দুনিয়ার পাশাপাশি ব্যবসায়িক উদ্যোগে জড়ানোর নজির নতুন নয়, বিশেষত বলিউড ও টালিউডের অনেক শিল্পীর মধ্যে। খ্যাতিমান তারকারাও এই ধারার অংশ। মূলধারার কাজের অনিশ্চয়তার কথা মাথায় রেখে অনেকেই বিকল্প আয় উৎস হিসেবে ব্যবসা বেছে নিচ্ছেন। বিশেষ করে রেস্তোরাঁ খোলার প্রবণতা দিন দিন বাড়ছে। বলিউড তারকা মিঠুন চক্রবর্তী, অক্ষয় কুমার থেকে শুরু করে টালিউডের দেব, সৌরভ দাস, সব্যসাচী চৌধুরীর মতো তারকারাও রেস্তোরাঁ ব্যবসায় যুক্ত।
সম্প্রতি সৌরভ ও সব্যসাচী তাদের দ্বিতীয় রেস্তোরাঁ খোলার প্রস্তুতি নিচ্ছেন। তবে কাজের অভাব নয়, বরং তাদের প্যাশন থেকেই এমন উদ্যোগ। সব্যসাচী জানিয়েছেন, অভিনয় ও লেখালিখির পাশাপাশি তিনি রেস্তোরাঁর দেখভাল করেন। সৌরভের ভাষায়, “অভিনয় আমাদের পেশা, আর রেস্তোরাঁ আমাদের ভালোবাসা।” তাদের বক্তব্য অনুযায়ী, রেস্তোরাঁ খুলতে দীর্ঘ পরিকল্পনা ও সময় লেগেছে, যা কাজের অভাবে নয় বরং পেশা ও প্যাশনের সমন্বয়ের জন্যই।
শিল্পীদের জন্য ব্যবসার উদ্যোগ ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি একটি সৃজনশীল পরিসর তৈরি করে, যা শোবিজ পেশার বাইরে তাদের নতুন পরিচিতি দেয়।